চা বিরতির পর এলোমেলো প্রোটিয়াদের ইনিংস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
৫ ঘন্টা আগে
সেঞ্চুরিয়নে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সাউথ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে পূর্ণকালীন দায়িত্ব নিয়েছেন টেম্বা বাভুমা। দারুণ ব্যাটিং করে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মার্করাম।
কোনো উইকেট না হারিয়ে ৯৯ রান করে তারা মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিলেন। বিরতির পর দলীয় ১৪১ রানে এলগারের উইকেট হারায় প্রোটিয়ারা। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১১৮ বলে ৭১ রানের ইনিংস। এলগার ফিরে গেলেও টনি ডি জর্জকে নিয়ে আরও ৭৮ রান যোগ করেন মার্করাম।
এরপর ১ উইকেটে ২০৬ রান নিয়ে চা বিরতিতে যায় সাউথ আফ্রিকা। চা পানের পরই এলোমেলো হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। এই ম্যাচেই অভিষেক হওয়া জর্জি রান আউট হয়ে ফেরেন ২৮ রান করে। সে সময় সাউথ আফ্রিকার স্কোর ছিল ২ উইকেটে ২২১ রান।

তারা শেষ পর্যন্ত দিন শেষ করেছে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান করে। মাঝে মাত্র ৯৩ রান করতে ৬ উইকেট খুইয়েছে স্বাগতিকরা। এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক বাভুমা। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি মার্করাম।
স্টার্ক-হ্যাজেলউডের দাপুটে বোলিংয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
৭ জুলাই ২৫
তিনি ফিরেছেন ১৭৪ বলে ১১৫ রান করে। তার ইনিংস জুড়ে ছিল ১৮টি চারের মার। মার্করাম ফিরে যাওয়ার পর স্কোরবোর্ডে রান তুলতেই হাঁসফাঁস করেছে প্রোটিয়ারা। কিগান পিটারসেন ফিরেছেন ১৪ রান করে। হ্যানরিক ক্লাসেনের ব্যাট থেকে আসে ২০।
৩ রান করেছেন সেনুরান মুত্যাস্বামী। দিনের শেষভাগে কাগিসো রাবাদা আউট হয়েছেন ৮ রান করে। ১৭ রান করে অপরাজিত আছেন মার্কো জানসেন। ১১ রান করে তার সঙ্গী জেরাল্ড কোয়েটজি।
প্রোটিয়াদের ইনিংসে সবচেয়ে বড় ভাঙন ধরিয়েছেন ক্যারীবিয় পেসার আলজারি জোসেফ। তিনি মাত্র ৬০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন কেমার রোচ, কাইল মেয়ার্স, শেনন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডার।
সংক্ষিপ্ত স্কোর-
সাউথ আফ্রিকা (প্রথম ইনিংস)- ৩১৪/৮ (৮২ ওভার) (মার্করাম ১১৫, এলগার ৭১, ক্লাসেন ২০; জোসেফ ৩/৬০, মেয়ার্স ১/২৩)