promotional_ad

ইংল্যান্ডের বোলিং আক্রমণকেই হুমকি মনে করছেন হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ

১ ঘন্টা আগে
জুটির পথে মিরাজ ও হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ ইংল্যান্ডের। এক ঝাঁক পেসার নিয়ে তারা বাংলাদেশ সফরে এসেছে। জোফরা আর্চারের সঙ্গে আছেন মার্ক উডের মতো এক্সপ্রেস পেসার। তাদের সঙ্গে বোলিং আক্রমণের ধাঁর বাড়াতে পারেন সাকিব মাহমুদ, রিস টপলি, স্যাম কারান।


তাদের স্পিন আক্রমণও বিশ্বমানের। বিশেষ করে উপমহাদেশের উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আদিল রশিদ ও মঈন আলী। তাদের সঙ্গে লেগ ব্রেক বোলার হিসেবে আছেন রেহান আহমেদ। বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে মনে করেন ইংলিশ বোলারদের মোকাবেলা করাই কঠিন হয়ে যাবে বাংলাদেশের।


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে টাইগার কোচ বলেছেন, 'বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং আক্রমণ তাদের। তাদের পাঁচজন পেসার রয়েছে এবং তিন স্পিনার নিয়ে এই সফরে এসেছে তারা। এই সিরিজে তাদের পেস বোলারদের মোকাবেলা করাই কঠিন হবে।'


promotional_ad

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ইংল্যান্ডের। স্বাভাবিকভাবেই টেস্ট দলের জো রুটের মতো কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে এসেছে জস বাটলারের দল। মূলত এ কারণেই দলটিকে পূর্ণশক্তির বলতে নারাজ হাথুরুসিংহে।


আরো পড়ুন

‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’

৬ ঘন্টা আগে
ফাইল ছবি

উল্টো নিজেদের পূর্ণশক্তির দল হিসেবে বিবেচনা করে টাইগার কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা পূর্ণশক্তির দল, তবে তারা ঠিক পূর্ণশক্তির দল নিয়ে আসেনি। ফলে আমাদের স্কিল ও শক্তিমত্তার ওপর ভরসা রাখছি।’


পূর্ণশক্তির না হলেও তাদের মোকাবেলা সহজ হবে না বলেই মনে করেন হাথুরুসিংংহে। তিনি বলেন, ‘তবে এটাও বলতে হবে, তাদের শক্তিমত্তা দুর্দান্ত। গত দশ বছরে তারা দলে দারুণ গভীরতা তৈরি করেছে। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশই এটা ঈর্ষা করে। প্রতিটি কোচই এমন ডেপথ তৈরি করতে চায়। আশা করি আমিও এমন কিছু করে যেতে পারব এবারের মেয়াদ শেষে।’ 


বিশ্বকাপের আগে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নেয়ার সুযোগ নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘নিজেদের অবস্থানটা বোঝার জন্য তাদের বিপক্ষে খেলা আসলেই আমাদের জন্য ভালো একটা সুযোগ। এমন কন্ডিশনে ভালো করলে নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাস অনেক বাড়বে।’


অবশ্য এটাকে প্রেরণা হিসেবে নিতে নারাজ হাথুরুসিংহে। তার ভাষ্য, ‘তাদের কথা ভেবে যদি আমাদের নিজেদের টেনে তুলতে হয়, তাহলে আসলে এটা সঠিক প্রেরণা হলো না। জাতীয় দলের হয়ে খেললে আপনি সব সময়ই ভালো করতে চাইবেন। এটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে, আপনি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছেন। তাদের একটা দল এক জায়গায় খেলছে, আরেক জায়গায় আরেকটি দল। তাদের মেধার ডেপথ আসলে বিস্ময়কর।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball