promotional_ad

শুধু মাঠের বাইরে বল পাঠানোই আক্রমণাত্মক ক্রিকেট নয়: হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলের সঙ্গে নিজের দ্বিতীয় ইনিংসের প্রথম অ্যাসাইনমেন্ট থেকে ক্রিকেটারদের মাঝে 'আক্রমণাত্মক মনোভাব' আনার চেষ্টা করছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে শুধু ব্যাটারদের মাঝে এমন মনোভাব তৈরি করতে চান না এই লঙ্কান কোচ। জানিয়েছেন, বোলিং ও ফিল্ডিংয়েও একই ধরণের মানসিকতা আয়ত্তে আনার পরিকল্পনায় কাজ করছে পুরো দল। তাই শুধু মাঠের বাইরে বল পাঠানোর চিন্তাকে আক্রমণাত্মক ক্রিকেট মানতে নারাজ হাথুরুসিংহে।


ইংল্যান্ড সিরিজ আগে নিজেদের মাঝে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচসহ ম্যাচ আবহের আদলে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ম্যাচ আবহে'র দিন ব্যাটিংয়ে প্রথমভাগে তামিম ইকবাল ও লিটন দাস স্বাভাবিক ব্যাটিং করলেও তৌহিদ হৃদয় ছিলেন ভিন্ন। 


৬ ভাগে অনুশীলনের দিনে কয়েকবার নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকেও আক্রমণাত্মক মনোভাবে ব্যাটিং করেছেন। হৃদয় ১৭ বলে ৪২ ও আরেক ভাগে ২০ বলে করেন ৩৩ রান। এক ইনিংসে আফিফ করেন ২০ বলে ৩৭।



promotional_ad

মুশফিক-মাহমুদউল্লাহও ২টি ইনিংসে মেরে খেলার চেষ্টা করেন। তবে শুধু ব্যাটিংয়ে নয়, ফিল্ডিং সেট করার ক্ষেত্রেও একটু ভিন্নতা দেখা গিয়েছিল সেদিন। বোলাররা খরুচে হলেও, তারাও কয়েকটি ভাগে একেক ভ্যারিয়েশনে বোলিং করেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ছাড়াও স্পিনাররা ব্যাটার চ্যালেঞ্জ জানিয়েছেন বেশ কয়েকবার।


তাই তো সিরিজ শুরুর আগে দিন হাথুরু স্পষ্ট করেই জানালেন, আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা। তিনি বলেন, 'আমি শেষবার যখন এখানে ছিলাম তখনও বাংলাদেশ দল আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। আমি এটা বিশ্বাস করি না যে ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলে না। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলি, আপনি শুধু ব্যাটারদের দিয়ে আক্রমণাত্মক ক্রিকেটকে সংজ্ঞা হিসেবে ধরতে পারেন না।'


'আক্রমণাত্মক ফিল্ডিং সেট করাও এর একটা অংশ। আক্রমণাত্মক ক্রিকেট খেলার অনেক রাস্তা আছে। শুধু মাঠের বাইরে বল পাঠানোই আক্রমণাত্মক ক্রিকেট নয়। খেলোয়াড়দের মাঝে এই মনোভাবটাও আনার চেষ্টা করছি, ফিল্ডিং, বোলিং বা ব্যাটিংয়ে হোক। এই পরিকল্পনাতেই সামনে এগোতে চাই' যোগ করেন তিনি।


ম্যাচ আবহে'র দিনসহ সোমবারও অনুশীলন শেষ করে আসা খেলোয়াড়দের সঙ্গে বার বার আলোচনা করতে দেখা যায় হাথুরুসিংহেকে। বিশেষ করে লিটনের সঙ্গে একাধিকবার আলোচনা দেখা মনে হয়েছিল এই ব্যাটারকে কোন উপদেশ দিচ্ছিলেন এই লঙ্কান।



ম্যাচ আবহের দিন পায়ের কাছের বল খেলা নিয়ে লিটনকে কিছু একটা বোঝাতে দেখা যায় হাথুরুসিংহেকে। এছাড়া সোমবার চতুর্থ স্টাম্পে পড়া বল খেলা নিয়ে শ্যাডো করে কোচকে কিছু একটা বোঝাচ্ছিলেন লিটন। তবে সংবাদ সম্মেলনে দুজনের আলোচনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে, চন্ডিকা নিশ্চিত করেন কোন টেকনিক্যাল পরিবর্তন আনা নিয়ে আলোচনা হয়নি।


বরং দুজনের আলোচনার বিষয়বস্তু ছিল শুধুই ক্রিকেট। উল্টো লিটনই নাকি এই লঙ্কানকে নিজের ব্যাটিং মানসিকতা নিয়ে কথা বলছিলেন। হাথুরুসিংহের ভাষ্যমতে, 'আমরা শুধু ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম। কোন উপদেশ দিচ্ছিলাম না। ওর ব্যাটিং মানসিকতা নিয়ে কথা বলছিল, সে কিভাবে সবকিছু নিয়ে কাজ করছে। সে আমাকে জানাচ্ছিল কিভাবে সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball