promotional_ad

তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা, নিজে দেখিনি: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ

১ ঘন্টা আগে
জুটির পথে মিরাজ ও হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের বন্ধুত্বে ফাটল ধরেছে। বেশ কয়েক বছর ধরেই এটা মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল। কদিন আগে ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তাদের দুজনের এমস সম্পর্কের কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি।


এদিকে দিন কয়েক পার হতেই নিজের কথার সুর পাল্টেছেন পাপন। মিডিয়ার উপর দায় চাপিয়ে বোর্ড সভাপতি জানান, তিনি সাকিব-তামিমের সম্পর্কের কথা মিডিয়া থেকে শুনেছেন এবং সেটিই বলেছেন। তিনি তাদের মাঝে কোনো সমস্যা দেখেননি বলে জানান।


পাপন বলেন, 'এখানে বিশ্বাসের কোনো ইস্যু নেই। সহজ ইস্যুটা হচ্ছে আজ থেকে ৩ বছর আগেও ড্রেসিংরুমের কোনো সমস্যা আমি কখনো দেখিনি। সো আপনি ১৫ বছর থেকে ১২ বছর কাট করে দেন। লাস্ট তিন বছর আমি টিমের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম। কাজেই এই যে কথাটা ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই, তামিম-সাকিবের সমস্যা এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি কিন্তু আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে।'


promotional_ad

সাকিব আল হাসান ও তামিমের মধ্যকার শীতল সম্পর্কের কারণে ড্রেসিং রুমে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তরুণ ক্রিকেটারদের মাঝে কেউ সাকিবের পক্ষের আবার কেউ তামিমের পক্ষের। যে কারণে ড্রেসিং রুমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সিনিয়র দুই ক্রিকেটারের মন খুশি করে চলতেই তরুণরা বিভাজিত হয়েছেন।


কিন্তু গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ছিলেন বিসিবি বস। ক্রিকেটারদের মধ্যে যাই থাকুক সেটা মাঠে ক্রিকেটে প্রভাব ফেলবে না বলে পাপনকে আশ্বাস দিয়েছেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব এবং তামিম।


বিসিবি সভাপতি বলেন, 'আমি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া...আমি সেখানে সব কিছু খুবই ভালো দেখেছি, ওখানে কিন্তু আমি ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। এর আগে কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে। আমি ওদের ডেকে বলেছি, ওদের সঙ্গে বলেছি কোনো সমস্যা আছে কী না? ওরা দুজনেই আমায় আশ্বস্ত করেছে যে এটার সঙ্গে খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না। যাই থাকুক খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমিও ইন্টার্ভিউতে সেটা বলেছি, তামিমও বলেছে।'


এসব গ্রুপিং নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, ‘আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি, আজ, ৫ বছর আগে, ১০ বছর আগে , ১৬ বছর আগে হোক যখন দল ভালো খেলতো না তখনই এই টার্মটা ব্যবহার করা হতো। বিভিন্নভাবে এই গ্রুপ ওই গ্রুপ। শুধুমাত্র বলার জন্য বলার না যারা আমাকে কাছ থেকে চেনেন আমি খুবই সোজাসাপ্টা লোক। আমি কোনো কিছু লুকিয়ে বলি না... যা বলি সোজা বলবো।’


এর আগে ক্রিকবাজে পাপন বলেছিলেন, ‘এটি একটি স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়, এটি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কে ফাটল), এটা এমন নয় যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি বুঝতে পেরেছি যে এই মুহূর্তে তাদের মধ্যকার সমস্যাগুলো নিষ্পত্তি করা সহজ নয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball