promotional_ad

রেকর্ড আর শেষের রোমাঞ্চের অপেক্ষায় ওয়েলিংটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

১৪ ঘন্টা আগে
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

‘কালকের দিনটা খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে। হারানোর কিছু নেই, দেখা যাক কি হয়।’ চতুর্থ দিনের খেলা শেষে ৫ উইকেট পাওয়া জ্যাক লিচ জানালেন ওয়েলিংটন টেস্টের শেষ দিনটা কেবলই রোমাঞ্চের। সিরিজে এগিয়ে থাকায় ইংল্যান্ডের হারানোর খুব বেশি না থাকলেও অর্জনের আছে। শেষদিনে ২১০ রান করতে পারলে ১৯১৩-১৪ মৌসুমের পর এবারই প্রথম দেশের বাইরে টানা পাঁচ টেস্ট জিতবে ইংল্যান্ড। আর এদিকে ইংলিশদের ৯ উইকেট তুলে নিতে না পারলে ২০১৭ সালের পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতে হবে নিউজিল্যান্ডকে। চতুর্থ দিন শেষে জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নামা ইংলিশদের সংগ্রহ ১ উইকেটে ৪৮।


ফলোঅনে পড়া নিউজিল্যান্ড তৃতীয় দিন শেষ করেছিল ৩ উইকেটে ২০২ রানে। চতুর্থ দিন সকালে জেমস অ্যান্ডারসনের বলে ফ্লিক করে চার মেরে রস টেলরকে টপকে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কেন উইলিয়ামসন। এদিকে দিনের শুরুতে হেনরি নিকোলসকে ফিরিয়ে জুটি ভাঙেন অলি রবিনসন।


promotional_ad

ডানহাতি এই পেসারের বলে ক্যাচ নেন তৃতীয় স্লিপে থাকা হ্যারি ব্রুক। নিকোলস এদিন আউট হয়েছেন ২৯ রানে। এরপর অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। কদিন আগে টেস্টের অধিনায়কত্ব ছাড়া উইলিয়ামসন ধীরগতিতে ব্যাটিং করলেও মিচেল ছিলেন আক্রমণাত্মক। লিচের বলে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে মাত্র ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মিচেল। ডানহাতি এই ব্যাটারকে সঙ্গ দেয়া উইলিয়ামসন হাফ সেঞ্চুরি পেয়েছেন ১৪৮ বলে।


এদিকে হাফ সেঞ্চুরির পর টিকতে পারেননি মিচেল। স্টুয়ার্ট ব্রডের শর্ট ডেলিভারিতে স্কয়ারে থাকা জো রুটকে ক্যাচ দিয়ে ফেরেন ৫৪ রান করা এই ব্যাটার। মিচেল আউট হওয়ার পর নিউজিল্যান্ডকে টানেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেল জুটি। দারুণ ব্যাটিংয়ে ৮০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ব্লান্ডেল। এদিকে ব্রডের বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। কিউইদের সাবেক টেস্ট অধিনায়ক সেঞ্চুরি পেয়েছেন ২২৬ বলে।


উইলিয়ামসন ও ব্লান্ডেলের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে বিনা উইকেটে ৯৮ রান তোলে নিউজিল্যান্ড। দিনের শেষ সেশনের শুরুর দিকে উইলিয়ামসনকে ফিরিয়ে ১৫৮ রানের জুটি ভাঙেন ব্রুক। ডানহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে থাকা বেন ফোকসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ১৩২ রান করা এই ব্যাটার। আম্পায়ার শুরুতে আউট না দেয়ায় রিভিউ নিয়ে ফেরাতে হয় উইলিয়ামসনকে।


টিভি রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লেগে ফোকসের গ্লাভসবন্দি হয়েছে। উইলিয়ামসনের বিদায়ের পর খুব বেশিক্ষণ টিকেনি নিউজিল্যান্ডের ইনিংস। ব্লান্ডেল ৯০ রান করে ফেরার আগে বিদায় নিয়েছেন মিচেল ব্রেসওয়েল, টিম সাউদিরা। ইংল্যান্ডের হয়ে লিচ পাঁচটি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ড ৪৮৩ রানে অল আউট হলে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ২৫৮ রান।


জয়ের জন্য ২৫৮ তাড়া করতে নেমে খানিকটা আক্রমণাত্মক শুরু করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। ইনিংসের অষ্টম ওভারে প্রথম উইকেট হারায় ইংলিশরা। ৫ চারে ৩০ বলে ২৪ রান করা ক্রলিকে বোল্ড করে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাউদি। শেষ বিকেলে আরও কোনো উইকেট না হারিয়ে তিন ওভার শেষ করেন ডাকেট ও রবিনসন। বাঁহাতি ওপেনার ডাকেট ২৩ আর রবিনসন অপরাজিত ১ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball