promotional_ad

বগুড়ায় দিনটা কেবল জাকেরের, তবুও এগিয়ে সাউথ জোন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের হার

২ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

আগের দিনের তিনের সঙ্গে এদিন সকালের দুই, সবমিলিয়ে ৫ উইকেট নিয়ে বিসিবি সাউথ জোনকে ৩১৩ রানে থামিয়ে সবটা আলো কেড়ে নিলেন আবু হায়দার রনি। তবে সব ছাপিয়ে বগুড়ায় দ্বিতীয় দিনের নায়ক কেবলই জাকের আলী অনিক। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে বিসিবি সেন্ট্রাল জোনের হয়ে পুরোটা দিন একাই লড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। বিসিএলে হ্যাটট্রিক সেঞ্চুরি করে সাউথ জোনের সঙ্গে ব্যবধান কমান জাকের। ডানহাতি এই ব্যাটারের ১৩৮ রানের ইনিংসের পরও তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে সাউথ জোনের চেয়ে ৩০ রানে পিছিয়ে সেন্ট্রাল জোন।


বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের ৭ উইকেটে ২৮১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩২ রান যোগ করে সাউথ জোন। সুমন খান, সৈয়দ খালেদ আহমেদরা সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই ব্যাটারের অপরাজিত ৪৪ রানের সুবাদে ৩১৩ রানে থামে তারা। সেন্ট্রাল জোনের হয়ে আবু হায়দার পাঁচটি এবং সৌম্য সরকার নিয়েছেন দুটি উইকেট।


সাউথ জোনের ৩১৩ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সেন্ট্রাল জোন। সুমন খানের বল এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়ে শুরুতেই ফেরেন আব্দুল মজিদ। ডানহাতি এই ব্যাটারের সমান ৮ রান করে আউট হয়েছেন সৌম্য। খালেদের বলে বোল্ড হন বাঁহাতি এই ওপেনার। চারে নেমে শূন্য রানে সাজঘরে ফেরেন আইচ মোল্লাহ। নাসুমের বলে লেগ বিফোর হয়েছেন তিনি।


promotional_ad

৩৪ রানে ৩ উইকেট হারানোর পর সেন্ট্রাল জোনকে টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন এবং জাকের। তবে জুটি বড় করতে পারেননি তারা দুজন। নাসুমের বলে নাজমুল ইসলাম অপুকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৮ বলে ৩৮ রানের ইনিংস খেলা মিঠুন। অধিনায়ক শুভাগত হোমও এদিন সুবিধা করতে পারেননি। আব্দুল হালিমের বলে লেগ বিফোর হয়েছেন শূন্য রান করা শুভাগত।


আরো পড়ুন

নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম

১৮ মে ২৫
নাসুম আহমেদ,  নাহিদ রানা ও রিশাদ হোসেন (বাম থেকে), ক্রিকফ্রেঞ্জি

১০০ রানের মাঝে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সেন্ট্রাল জোন। শতরান পেরোনোর পর দ্রুতই আউট হয়েছেন মোহাম্মদ শরিফুল্লাহ। দলের দেড়শ পেরোনোর আগে নাহিদুল ইসলামের বলে এক রান নিয়ে ৮৪ বলে হাফ সেঞ্চুরি করেন জাকের। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার।


দারুণ ব্যাটিংয়ে ১৬৩ বলে এবারের আসরের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। এর আগে ১২১ এবং ১৩৮ রানের ইনিংস খেলেছেন জাকের। সেন্ট্রাল জোনকে একাই টানলেও দলকে লিড এনে দিতে পারেননি। মুশফিক হাসান ২ রান করে ফিরলে ২৮৩ রানে অল আউট হয় সেন্ট্রাল জোন। দারুণ ব্যাটিং করা জাকের অপরাজিত ছিলেন ১৩৮ রানের ইনিংস খেলে। সাউথ জোনের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন খালেদ ও নাসুম।


সংক্ষিপ্ত স্কোর:


বিসিবি সাউথ জোন- ৩১৩/১০ (৯৭.৫ ওভার) (সাদমান ১৩০, ফজলে রাব্বি ৫০, নাসুম ৪৪*, অমিত ৩০; আবু হায়দার ৫/৫৫, সৌম্য ২/১৭)


বিসিবি সেন্ট্রাল জোন- ২৮৩/১০ (৭৪ ওভার) (জাকের ১৩৮*, মিঠুন ৩৮, আরিফুল ২৯; খালেদ ৩/৫৬, নাসুম ৩/৮৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball