promotional_ad

বিপিএলে খেলা মঈন-মালানদের নিয়ে বাংলাদেশ বধের আশায় ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

৭ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

সীমিত ওভারের দুই বিশ্বকাপেরই চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সামনে আরেকটি বিশ্বকাপ। চলতি বছরের শেষভাগে ভারতের মাটিতে বসছে ৫০ ওভারের বিশ্ব আসর। উপমহাদেশের মাটিতে গত কয়েক বছরে খুব বেশি ম্যাচ খেলা হয়নি ইংল্যান্ডের। 


যদিও বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ভারত বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিচ্ছে জস বাটলারের দল। এই সিরিজকে ইংল্যান্ড কতটা গুরুত্ব সহকারে নিচ্ছে তা বাটলারের কথাতেই পরিস্কার। তিনি মনে করেন বাংলাদেশের সঙ্গে ভারতের কন্ডিশন প্রায় কাছাকাছি। তাই এটাকে প্রস্তুতির সেরা মঞ্চ মানছেন তিনি।


বাটলার বলেন, 'বিশ্বকাপ সামনে যেটা আগেও বলেছি। আমার মনে হয়, আমরা ভারতের সবচেয়ে কাছাকাছি কন্ডিশন এখানেই পাচ্ছি। তাই প্রস্তুতির এটা বড় সুযোগ। সেপ্টেম্বরের আগে এটা আমাদের জন্য বড় সুযোগ নিজেদের পরীক্ষা নেওয়ার। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং এবং আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জের জন্য।'


promotional_ad

কদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে গেছেন মঈন আলী-ডেভিড মালান-স্যাম বিলিংসরা। এর আগেও বিপিএলে খেলেছেন অনেক ইংলিশ ক্রিকেটার। উইল জ্যাকস খেলেছেন গত বিপিএলে। তাকে হুট করেই ইংল্যান্ড উড়িয়ে নিয়ে এসেছে ওয়ানডে স্কোয়াডে।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৩ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

তারকা পেসার জফরা আর্চারেরও বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ সিরিজের আগে এই অভিজ্ঞতা নিয়েই লড়াইয়ের রশদ যোগাচ্ছে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না সেটা মেনেই নিয়েছেন বাটলার। সেটা মেনে নিয়েই চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছেন বাটয়ার।


বাটলার বলেছেন, 'ঘরের মাঠে বরাবরই বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। আমাদের দলে বেশ ভালোমানের খেলোয়াড় আছে। আমরা চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি। উপমহাদেশে যারা শেষ কয়েক বছর খেলেছে তাদের নিয়ে আমরা এসেছি। বেশি কিছু খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগও খেলেছে। তাদের সবারই ধারণা আছে এখানে কেমন ক্রিকেট হতে পারে। সহজ হবে না নিশ্চিতভাবে তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'


বাংলাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। এবারও একই রকম উইকেটের প্রস্তুতি নিচ্ছে ইংলিশরা। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল ইংলিশরা। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিতে দেশে ফিরেছিল ইংল্যান্ড। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান ইংলিশ অধিনায়ক।


বাটলার বলেন, 'প্রত্যাশা তো করছি স্লো এবং লো উইকেট। এমন কন্ডিশন যেটা আমাদের জন্য কঠিন হবে। এটা আমরাও প্রত্যাশা করছি দলগতভাবে। আমরা নিজেদেরকে এই কঠিন পরিস্থিতিতে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা ভালো প্রস্তুতি হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball