সাউদি-লাথাম-কনওয়ে'র প্রতিরোধের পরও পিছিয়ে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন
১৪ ঘন্টা আগে
আগের দিনই শেষ হওয়ার পথে ছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪৩৫ রানের চাপ নিতে পারেনি তারা। কিউইরা প্রথম ইনিংসে থামে ২০৯ রান করে। ফলো-অনে নেমে দ্বিতীয় ইনিংসে দলটি করেছে তিন উইকেটে ২০২ রান। হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন দুই ওপেনার টম লাথাম এবং ডেভন কনওয়ে। কিউইরা পিছিয়ে আছে ২৪ রানে।
ফলো-অনে পড়ে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৯ রান তোলে নিউজিল্যান্ড। ১৫৫ বলে ৬১ রান তুলে জ্যাক লিচের শিকার হয়ে মাঠ ছাড়েন কনওয়ে। লিচের টার্ন এবং বাউন্স বুঝতে পারেননি এই ওপেনার। শর্ট লেগে অলি পোপকে ক্যাচ তুলে দেন তিনি।
এর দুই ওভার পর ফিরে যান লাথামও। পার্ট-টাইম স্পিনে তার উইকেটটি নেন জো রুট। ১৭২ বলে ৮৩ রান করা লাথামকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। লাথামের ইনিংসে ছিল ১১টি চারের মার।
দলীয় ১৬৭ রানের মধ্যে উইল ইয়ংয়ের উইকেটও হারায় নিউজিল্যান্ড। ২৩ বলে ৮ রান করা ইয়ংকে বোল্ড করেন লিচ। বাকি সময়টা নিরাপদেই পার করেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস।

৮১ বল খেলে ২৫ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন। অপরদিকে ৭০ বল খেলে ১৮ রানে ব্যাটিংয়ে আছেন নিকোলস।
‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’
৬ ঘন্টা আগে
এর আগে অধিনায়ক টিম সাউদির ঝড়ো ব্যাটিংয়ে নিজেদের প্রথম ইনিংসের অবশিষ্ট ব্যাটিং শুরু করে কিউইরা। আগের দিন ২৩ রানে অপরাজিত থাকা সাউদি এ দিন ৭৩ রানে থামেন।
৪৯ বলে খেলা তার এই ইনিংসে ছিল পাঁচটি চার ও ছয়টি ছক্কার মার। এ ছাড়া টম ব্লান্ডেলের ব্যাটে আসে ৭৯ বলে ৩৮ রান। প্রথম ইনিংসে জো রুটের অপরাজিত ১৫৩ এবং হ্যারি ব্রুকের ১৮৬ রানের সুবাদে ৪৩৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ৪৩৫/৮ ডিঃ (৮৭.১ ওভার) (রুট ১৫৩, ব্রুক ১৮৬, স্টোকস ২৭; হ্যানরি ৪/১০০, ব্রেসওয়েল ২/৫৪)
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ২০৯/১০ (৫৩.২ ওভার) (সাউদি ৭৩, ব্লান্ডেল ৩৮, লাথাম ৩৫, নিকোলস ৩০; ব্রড ৪/৬১, অ্যান্ডারসন ৩/৩৭)।
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২০২/৩ (৮৩ ওভার) (লাথাম ৮৩, কনওয়ে ৬১; লিচ ২/৫৯)।