promotional_ad

প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন এবাদত-তাইজুলরা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই ম্যাচে সবুজ দলকে ১০৪ রানের ব্যবধানে হারিয়েছে নীল দল।


ফলাফল খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও এই ম্যাচের পারফরম্যান্স দেখেই ইংল্যান্ড সফরের মূল দলে জায়গা দেয়া হবে আরও এক-দুইজন ক্রিকেটারকে। বোলারদের মধ্যে এবাদত হোসেন ও তাইজুল ইসলাম ৪টি করে উইকেট নিয়ে নতুন কোচ চান্ডিকা হাথুরুসিংহের নজর কেড়েছেন বলাই যায়। যদিও ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতশ্রী।


বিশেষ করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ব্যর্থ হয়েছেন প্রস্তুতি ম্যাচে পারফর্ম করতে। মূল দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে ইয়াসির আলী রাব্বি দারুণ খেলে স্কোয়াডে জায়গা পাওয়ার জোর দাবি জানিয়ে রেখেছেন।


promotional_ad

এই ম্যাচে আগে ব্যাট করে ২০৫ রানে অল আউট হয়েছিল তামিমের নেতৃত্বাধীন নীল দল। জবাবে খেলতে নেমে এবাদত ও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে মাত্র ১০১ রানেই অল আউট হয়ে যায় সবুজ দল। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ১৮ রান এসেছে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে।


১১ রান করে করেছেন রিশাদ হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরি। এই ম্যাচে অনেকের চোখ ছিল মাহমুদউল্লাহর দিকে। এই অভিজ্ঞ ব্যাটার ফিরেছেন ৭ রান করে। ৫ ওভার বোলিং করে এবাদত ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মিরাজ ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি উইকেট পেয়েছেন নাসুম আহমেদ। একটি উইকেট গেছে রেজাউর রহমান রাজার ঝুলিতে।


এর আগে এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেছিল নীল দল। আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পয়ানি দলটি।অধিনায়ক তামিম ফিরেছেন মাত্র ২ রান করে। আরেক ওপেনার লিটন দাস দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৪৬ রান করে।


এরপর জাকির হাসান ৮ ও ৬ রান করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে এসেছে ১৭ রান। মিডল অর্ডারে ব্যাট হাতে একাই ছড়ি ঘুরিয়েছেন ইয়াসির আলী রাব্বি। তিনি ৫৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন। মেহেদী হাসান মিরাজ করেছেন ১৯।


শেষ দিকে ৩২ বলে ২৮ রান এসেছেন আমিনুল ইসলাম বিপ্লবের ব্যাট থেকে। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তিনটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। দুটি উইকেট গেছে রিশাদ হোসেনের ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন তানভির ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball