হাথুরুসিংহে 'হোমওয়ার্ক' করেই এসেছে: সোহান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফারুকের বিদায়ের পর মুখ খুললেন হাথুরুসিংহে
৩১ মে ২৫
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিতে সোমবার রাতে ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ দলের নতুন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে এই লঙ্কান কোচের কাজের প্রক্রিয়া কেমন হবে সেটা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।
২০১৭ সালে প্রথম মেয়াদের চাকরিতে ইস্তফা দেয়ার আগে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব ও দল নির্বাচনে একচ্ছত্র আধিপত্যের কারণে সমালোচিত হয়েছিলেন হাথুরুসিংহে। এবার সিনিয়রদের মধ্যে অনেকেই দলের বাইরে। আবার অনেকে বিভিন্ন ফরম্যাট থেকে অবসরও নিয়েছেন।

ফলে এবার নিশ্চই ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে তাকে। হাথুরুসিংহেকে নিয়ে বেশ ইতিবাচক নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন এবার হোমওয়ার্ক করেই বাংলাদেশে এসেছেন এই কোচ। তার অধীনে ভালো কিছুর প্রত্যাশায় আছেন তিনি।
গ্লোবালে বাড়তি চ্যালেঞ্জ থাকলেও শিরোপায় নজর সোহানের
২৯ জুন ২৫
সোহান বলেছেন, 'আমার কাছে যেটুকু মনে হয় যে পরিকল্পনা অনুযায়ী ও (হাথুরুসিংহে) খুব ভালো এবং টেকনিক্যাল যে জিনিসগুলো আছে। ও ওইভাবে হোমওয়ার্ক করেই এসেছে এবং মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছুই হবে হয়তো ইনশাআল্লাহ।'
পুরোনো অনেক ক্রিকেটার না থাকলেও যারা আছেন তাদের সঙ্গে হাথুরুসিংহের কাজ করতে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন সোহান। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে এই লঙ্কান কোচ বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করবেন বলেই আশাবাদী এই উইকেটরক্ষক ব্যাটার।
সোহান বলেন, 'অবশ্যই (ইতিবাচক আবহ)। আমার কাছে মনে হয় ও প্রথম যেখানে এসেছিল যেখানে শেষ করেছিল তখনকার থেকে অনেক কিছু চেঞ্জ আছে। বেশিরভাগ সবাই হয়তো ওর পরিচিত এক-দুইজন বাদে। কাজ করতেও আমার কাছে মনে হয় যে সুবিধা হবে। যেহেতু বিসিবিও তাকে নিয়ে এসেছে। লাস্ট টাইম যখন ছিল তার থেকে যে কিছুটা চেঞ্জ আছে সেগুলো সে ভালো মতো জানে। ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।'
নতুন কোচের অধীনে ভালো পারফরম্যান্সের আশাবাদ ব্যক্ত করে সোহান বলেন, 'অবশ্যই সেদিক থেকে চিন্তা করলে এখন অনেক পারফর্মার আছে যারা তার সময়ে অনেকে নতুন ছিল, এখন অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে, সেই অভিজ্ঞতটা আছে। দল হিসেবে, খেলোয়াড় হিসেবে আমার কাছে মনে হয় অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে এবং সেই জিনিসটা আস্তে আস্তে করছে। ফলাফল আগের থেকে অনেক ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি।'