promotional_ad

কামিন্স-হ্যাজেলউডের পর বাড়ি ফিরছেন ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

অবশেষে শঙ্কাই সত্যি হলো। বোর্ডার-গাভাস্কার সিরিজ থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার। কনুইয়ের ইনজুরিতে পড়ায় দেশে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ার এই ওপেনারকে। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


বোর্ডার-গাভাস্কার সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজে বাকি আছে আর দুটি ম্যাচ। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি। ওয়ানডে সিরিজে অবশ্য দলে ফিরবেন ওয়ার্নার।


সিএ তাদের বিবৃতিতে লিখেছে, 'ডেভিড ওয়ার্নার ভারত সফর থেকে ছিটকে গেছে। সে বাড়ি ফিরে যাবে। বাকি দুটি টেস্ট চলাকালীন তার রিহ্যাব প্রক্রিয়া চলবে। এখন পর্যন্ত বলা যায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সে ভারতে ফিরবে।'


promotional_ad

দিল্লি টেস্টের প্রথম দিন ইনজুরিতে পড়েন ওয়ার্নার। অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু থেকেই ব্যাট হাতে ভুগছিলেন তিনি। ২১তম বলে গিয়ে ব্যক্তিগত রানের খাতা খোলেন বাঁহাতি এই ওপেনার। ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ সিরাজের এক বাউন্সার আঘাত হানে ওয়ার্নারের কনুইতে।


আরো পড়ুন

টপ এন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ

১৪ ঘন্টা আগে
ফাইল ছবি

ফিজিও এসে সেসময় তার কনুইতে টেপ লাগিয়ে দেন। এরপরও অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। সিরাজের করা দশম ওভারের শেষ বলে দুর্দান্ত বাউন্সারের বিপক্ষে হুক করতে চেয়েছিলেন ওয়ার্নার। তবে সেটি সরাসরি আঘাত হানে বাঁহাতি এই ব্যাটারের হেলমেটে।


আরও একবার ফিজিও এসে তাকে দেখভাল করে যান। সেই ওভারে হাতের গ্লাভসও বদল করেন ওয়ার্নার। হেলমেটে বল লাগার পরও ব্যাটিং চালিয়ে গেলেও সুবিধা করতে পারেননি তিনি। মোহাম্মদ শামির অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটকিপার কেএস ভারতকে ক্যাচ দিয়ে ফেরেন ৪৪ বলে ১৫ রান করে।


সেদিন শেষ বিকেলে ফিল্ডিং করতেও দেখা যায়নি তাকে। মূলত শতভাগ ফিট না লাগায় ওয়ার্নারকে ফিল্ডিংয়ে নামায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে নামার আগে তার বদলি হিসেবে ম্যাট রেনশর নাম ঘোষণা করে সিএ।


চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথে এরই মাঝে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার দুই ফাস্ট বোলার প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড। অধিনায়ক কামিন্স ব্যাক্তিগত কারণে এবং হ্যাজেলউড ইনজুরির জন্য ফিরে গেছেন। সিরিজের পরের টেস্ট ইন্দোরে, আগামী পহেলা মার্চ থেকে শুরু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball