promotional_ad

তিন বছর পর ওয়ানডে দলে গ্যাব্রিয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্টার্ক-হ্যাজেলউডের দাপুটে বোলিংয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

৭ জুলাই ২৫
উইকেট প্রাপ্তির উল্লাসে ব্যস্ত অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

সাউথ আফ্রিকা সফরের জন্য সাদা বলের ক্রিকেটের দুই ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। প্রায় সাড়ে তিন বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী পেসার শ্যানন গ্যাব্রিয়েল।


লম্বা সময় ধরে রঙিন পোশাকের দলে জায়গা হয় না শ্যানন গ্যাব্রিয়েলের। তবে তার অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আবারও রঙিন পোশাকে মাঠে নামতে যাচ্ছেন তিনি। গত নভেম্বরে সুপার ফিফটি কাপের দারুণ পারফরম্যান্সে এবার ওয়ানডে দলে সুযোগ পেয়ে গেলেন তিনি।


promotional_ad

মেডিকেল ছাড়পত্র পাওয়া সাপেক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে ওবেড ম্যাককয়কে। এদিকে  এই সিরিজেও খেলতে পারছেন না জেডন সিলস। বেশ কিছু দিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন এই পেসার। 


এদিকে নতুন ওয়ানডে অধিনায়ক শাই হোপ ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েলের যাত্রা শুরু হবে এই সফর দিয়ে। ওয়ানডেতে হোপের সহকারী করা হয়েছে পাওয়েলকে। আর টি-টোয়েন্টিতে পাওয়েলের ডেপুটি হিসেবে থাকবেন কাইল মেয়ার্স। 


দক্ষিণ আফ্রিকায় আগামী ১৬, ১৮ ও ২১ মার্চ তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি টি-টোয়েন্টি হবে ২৫, ২৬ ও ২৮ মার্চ। সাদা বলের আগে হবে টেস্ট সিরিজ।


ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামারা ব্রুকস, ইয়ানিক কারাইয়াহ, কেসি কার্টি, রোস্টন চেইস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ।


টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মেয়ার্স, শামারা ব্রুকস, ইয়ানিক কারাইয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, রেমন রিফার, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball