promotional_ad

স্টোকসের দলে নিজের ভূমিকা খুঁজছেন রুট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডাকেটের সেঞ্চুরি আর ক্রলি-রুটের হাফ সেঞ্চুরিতে ভারতকে হারাল ইংল্যান্ড

২৪ জুন ২৫
ইংল্যান্ডের জয়ের পর রুট ও স্মিথের উচ্ছ্বাস

একটানা টেস্ট হারের কারণে ২০২২ সালের এপ্রিলে হুট করেই ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন জো রুট। তারপর অধিনায়কত্ব নেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালাম-স্টোকসের 'বাজবল' তত্ত্বে পাল্টে যায় ইংল্যান্ডের টেস্ট দলের খোলনলচে। সেই থেকে শুরু করে ১১টি টেস্ট খেলে ১০টি'তেই জিতেছে ইংল্যান্ড। অথচ রুটের নেতৃত্বের শেষ ভাগে টানা ১৭ টেস্টের মাত্র একটিতে জিতেছিল ইংল্যান্ড! স্টোকসের এই দলেও খেলছেন রুট। সেভাবে নিজেকে গুছিয়ে নিতে না পারলেও ক্রমশ চেষ্টা করছেন নিজের ভূমিকা বুঝে নিতে!


সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। এর মাধ্যমে ১৫ বছর পর নিউজিল্যান্ডের ডেরায় টেস্ট জেতার গৌরব অর্জন করেছে দলটি। এই সাফল্যে দারুণ খুশি রুট।


একইসঙ্গে প্রশংসায় ভাসাচ্ছেন বর্তমান অধিনায়ক স্টোকসে। নেতৃত্ব ছেড়ে দেয়ায় রুট যে দারুণ নির্ভার সেটাও বলে গেলেন অবলীলায়। তবে সাম্প্রতিক সময়ে সেভাবে রানের মধ্যে না থাকায় নিজের ভূমিকা খুঁজে নিতেও উদগ্রীব ৩২ বছর বয়সী এই ব্যাটার।


promotional_ad

তিনি বলেন, 'আমার জন্য সবচেয়ে বেশি ভালো কোনটা সেটা আমি খুঁজছি। তবে এটার জন্য সময় লাগবে। নির্মম সত্যি কথাটি হচ্ছে, অধিনায়কত্ব ছাড়ার পর আমি একদম নির্ভার হয়ে গিয়েছি। এই দলে আমার ভূমিকা কী, সেটা আমি খুঁজছি।'


আরো পড়ুন

ক্রলি-ডাকেটের জুটিতেই জিতেছে ইংল্যান্ড, বলছেন স্টোকস

২৫ জুন ২৫
বেন স্টোকস, ফাইল ফটো

'আমার যে পরিমাণ অভিজ্ঞতা, তাতে এই কথা বাজে শোনায়। তবে আমি এর সঙ্গে পুরোপুরি যুক্ত হতে চাই। এর বড় একটি অংশ হতে চাই। আমি এখানে অবদান রেখে যেতে চাই। আর আমার মনে হচ্ছে, শেষ কয়েকটি টেস্টে আমি সেভাবে অবদান রাখতে পারিনি।'


২০১৭ সালে অ্যালেস্টার কুকের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান রুট। লাল বলের ক্রিকেটে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ৬৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। ইংলিশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ২৭ জয়ের রেকর্ডও তার। তবে ম্যাককালাম-স্টোকসের 'বাজবল' তত্ত্বের প্রশংসা একটু আলাদাভাবেই করলেন রুট।


তিনি আরও বলেন, 'আমি খুব খুশি যে এমনটা (নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়) হয়েছে। এটা অসাধারণ। বেনের (স্টোকস) জন্য আমি অনেক খুশি। সে শুধু টেস্টে আমাদের ভাগ্যই বদলায়নি, পুরো বিশ্বে মানুষ এখন বলছে টেস্ট এভাবেই খেলা উচিত।'


'এই দলের অংশ হয়ে আমার জন্য এটা বলা সহজ। তবে দেশে যারা আছে ওরা ভাবছে আমরা কীভাবে এটা করেছি এবং পরবর্তীতে আমরা কী করব! কেননা আমাদের দলে অনেক বিকল্প আছে। দলগুলো জানে না, আমরা তাদের দিকে কোনটা ছুঁড়ে দেই!'


অবশ্য অধিনায়ক হিসেবে ব্যক্তিগতভাবে বেশ সফল রুট। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন, ৪৬.৪৪ গড়ে ৫ হাজার ২৯৫। সর্বোচ্চ ১৪ সেঞ্চুরি ও ২৬ হাফ সেঞ্চুরির রেকর্ডও তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball