'ভারত পরীক্ষায় আমরা ফেইল করেছি'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কনস্টাসকে আরো সুযোগ দিতে চান ম্যাকডোনাল্ড
২৯ জুন ২৫
বোর্ডার গাভাস্কার ট্রফিতে ইতোমধ্যেই দুই ম্যাচের দুটোতেই হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজে এখনও পর্যন্ত ভারতের কাছে পাত্তায় পায়নি অজিরা। আরও পরিষ্কারভাবে বলতে গেলে ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জালে আটকে গেছেন অজি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের মতে, ভারত পরীক্ষায় ফেইল করেছে তার শিষ্যরা।
নাগপুর টেস্ট দিয়ে শুরু হয়েছিল দুই দলের মাঠের লড়াই। যেখানে প্রথম ইনিংসে ১৭৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪০০ রান সংগ্রহ করেছিল ভারত। এরপর ২২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙ্গে গেছে অজি শিবির। দ্বিতীয় ইনিংসে একশো রানও যোগ করতে পারেনি স্কোরবোর্ডে। এরফলে ইনিংস ব্যবধানে হারে প্যাট কামিন্সের দল।

প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ের পর অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল দিল্লিতে ঘুরে দাঁড়ানোর। তবে সেখানেও ব্যর্থ তারা। প্রথম ইনিংসে ২৬৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে কোনোরকমে তিন অঙ্ক স্পর্শ করেছে অজিরা। এরফলে ম্যাচও হারতে হয়েছে তাদের।
টপ এন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ
১৭ ঘন্টা আগে
ম্যাকডোনাল্ড বলেন, 'দ্বিতীয় দিন শেষে আমরা ভালো অবস্থানে ছিলাম। তৃতীয় দিনে আমরা ভালো কিছু করতে পারতাম। কিন্তু আমরা ভারত পরীক্ষায় ফেল করেছি। আমি মনে করি বেঙ্গালুরুতে আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম, তাই এখানে আমি কোনো অযুহাত দিতে চাই না।'
ভারতের মাটিতে অজিদের পরিকল্পনার সিকি ভাগও যে বাস্তবায়ন হয়নি তা তাদের পারফরম্যান্সেই পরিষ্কার। দ্বিতীয় টেস্ট শেষে তা স্বীকারও করে নিয়েছেন দলটির ড্রেসিংরুমের মাস্টার মাইন্ড। সিরিজের বাকি অংশে আরও ভালো ক্রিকেট খেলার প্রত্যয় তার কণ্ঠে।
তিনি বলেন, 'ভারতের অনেকেই আমাদের পরিকল্পনার চেয়েও আরও বেশি ভালো খেলেছে, যা তাদেরকে একটা সময় সফলতা এনে দিয়েছে। আমাদেরও সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। আমাদের আরও ভালো খেলতে হবে, এটা আমাদের বাজে পারফরম্যান্স এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে, আমরা ভালো ক্রিকেট খেলিনি।'