promotional_ad

ফেরার আগেই ছিটকে গেলেন জেমিসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন

২২ মার্চ ২৫
ম্যাট হেনরি ও কাইল জেমিসন

গত বছরের জুনে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছিটকে গিয়েছিলেন কাইল জেমিসন। সেই চোট কাটিয়ে চলতি ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল তার। যদিও পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।


জানা গেছে এই সপ্তাহের মধ্যেই ছুড়ি-কাঁচির নিচে যাবেন এই পেসার। পরিপূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে তার তিন থেকে চার মাস সময় লাগতে পারে। এই চোটের কারণে দীর্ঘ ৭ মাস মাঠের বাইরে ছিলেন জেমিসন। এরপর গত মাসেই প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফেরেন তিনি।


promotional_ad

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে তিনটি ম্যাচও খেলেছিলেন তিনি। এরপর নিজের প্রস্তুতির জন্য মাঠে নেমেছিলেন একদিনের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতেও। অবশ্য দুটি ম্যাচ খেলেই নিজেকে বিরত রেখেছিলেন এই কিউই পেসার।


আরো পড়ুন

কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

২১ ঘন্টা আগে
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে ১৫ ওভার বোলিং করেছিলেন জেমিসন। উইকেট নিয়েছিলেন তিনটি। এরপরই পুরোনো চোট আবারও মাঠাচাড়া দিয়ে ওঠে। অবস্থা বেগতিক থেকে চিকিৎসক তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।


জেমিসনকে নিয়ে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, 'কাইলের জন্য সময়টি খুবই চ্যালেঞ্জিং ও কঠিন, আমাদের জন্য হতাশার। যখন সে দলে থাকে, সব ধরনের ক্রিকেটেই সে দারুণ। আমরা তাকে শুভ কামনা জানাই এবং ইঙ্গিত যা মিলছে, তাতে মনে হচ্ছে তিন-চার মাস পরে আরও ভালোভাবে অবস্থা বুঝতে পারব।'


জেমিসন দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদী স্টেড। তিনি বলেন, 'অনেক বিশ্বমানের ক্রিকেটারের পিঠের অস্ত্রোপচার হয়েছে এবং তাদের ক্ষেত্রে সময়টা বিভিন্নরকম লেগেছে। আমরা কাইলকে সেরে ওঠার জন্য সম্ভাব্য সেরা সময়টুকু দিতে চাই, কারণ আমরা জানি, আমাদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচার করলে তুলনামূলক দ্রুত মাঠে ফেরা যায়, তার জন্য এটিই এখন প্রেরণার ব্যাপার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball