promotional_ad

স্টোকসের অধিনায়কত্ব সহজ করেছেন ব্রড-অ্যান্ডারসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রলি-ডাকেটের জুটিতেই জিতেছে ইংল্যান্ড, বলছেন স্টোকস

২৫ জুন ২৫
বেন স্টোকস, ফাইল ফটো

অ্যাশেজে ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছিলেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তবে বেন স্টোকস অধিনায়ক হতেই দলে ফেরানো হয় ইংল্যান্ডের ইতিহাসের সেরা দুই পেসারকে। বয়স বাড়লেও পারফরম্যান্সে ভাটা পড়েনি তাদের দুজনের। স্টোকসের নেতৃত্বেও ধারাবাহিকভাবে পারফর্ম করছেন ব্রড ও অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর তাদের দুজনকে নিয়ে বলতে গিয়ে স্টোকস জানান, ব্রড ও অ্যান্ডারসন থাকায় তার অধিনায়কত্ব সহজ হয়েছে।


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নেইল ওয়েগন্যারকে ফিরিয়ে অ্যান্ডারসনের সঙ্গে ১০০০ উইকেট নেয়ার জুটি গড়েন ব্রড। পরের ইনিংসে ডেভন কনওয়েকে আউট করে জুটি হিসেবে গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ১০০২ উইকেট নেয়ার কীর্তি গড়েন ব্রড ও অ্যান্ডারসন। ৩৬ পেরিয়েছেন ব্রড এদিকে অ্যান্ডারসনের বয়স ৪০ ছাড়ানো।


promotional_ad

বয়স সায় না দিলেও পারফরম্যান্সে তাদের ধারেকাছে নেই ইংল্যান্ডের অন্যান্য পেসাররা। গত বছর অধিনায়কত্ব নেয়ার পর স্টোকসের অধীনে ১১ টেস্ট খেলেছেন জো রুটরা। যেখানে ১০টি ম্যাচেই জয় পেয়েছে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। স্টোকসের অধিনায়কত্বে অ্যান্ডারসন ৯টি এবং ব্রড খেলেছেন ৮টি টেস্ট। ইংলিশ অলরাউন্ডারের অধীনে খেলা পেসারদের মাঝে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তারা দুজন।


আরো পড়ুন

টেন্ডুলকারের নাম অ্যান্ডারসনের পরে কেন, ক্ষোভ গাভাস্কারের

২৩ জুন ২৫
জেমস অ্যান্ডারসন ও শচিন টেন্ডুলকার, ফাইল ফটো

যেখানে ৯ টেস্টের ১৭ ইনিংসে অ্যান্ডারসন ৪২টি এবং ৮ টেস্টের ১৫ ইনিংসে ৩৪ উইকেট নিয়েছেন ব্রড। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও বল হাতে দুর্দান্ত ছিলেন ডানহাতি এই পেসার। যেখানে প্রথম ইনিংসে একটি উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে চারটি নিয়ে কিউইদের গুঁড়িয়ে দেন ব্র্রড। তাদের দুজনের হাতে বল তুলে দিলেই তারা উইকেট এনে দেবেন বলে জানান ইংল্যান্ডের অধিনায়ক।


স্টোকস বলেন, ‘জিমি (জেমস অ্যান্ডারসন) ও ব্রডি (স্টুয়ার্ট ব্রড) একসঙ্গে থাকলে প্রতিপক্ষের জন্য এটা সবসময়ই কঠিন। অ্যান্ডারসন ও ব্রড থাকলে অধিনায়কত্ব করে সহজ করে ফেলে। আপনি শুধু তাদের হাতে বল তুলে দেবেন, সম্ভবত আপনাকে তারা উইকেট এনে দেবে।’


বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ ব্রড ও অ্যান্ডারসন। তারা দুজন অন্যান্য ক্রিকেটারদের জন্য মানদন্ড তৈরি করে দিয়েছেন বলে মনে করেন স্টোকস। এদিকে লম্বা ক্যারিয়ার গড়তে তরুণদের ব্রড ও অ্যান্ডারসনকে দেখে শেখার পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া ইংল্যান্ডের জার্সিতে তাদের দুজনকে খেলতে দেখে বেজায় খুশি ইংলিশ অধিনায়ক।


স্টোকস বলেন, ‘শুধু বল হাতেই তারা দুর্দান্ত ছিল না। আমরা ৪০ বছর বয়সি এবং ৩৬ বছর বয়সি দুজনকে পেয়েছি যারা মাঠে একটা নির্দিষ্ট মান নির্ধারণ করে দেয় যে আমরা কী করছি। পেশাদার খেলায় যারা লম্বা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য তারা একটি দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে। তাদের বুকে থ্রি লায়ন্স দেখতে পারাটা দারুণ ব্যাপার। আমি খুব বেশি দূরে তাকাতে চাই না যে তারা কখন ক্যারিয়ার শেষ করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball