উনাদকাটের নৈপুণ্যে দ্বিতীয়বারের মতো রঞ্জি ট্রফি জিতল সৌরাষ্ট্র

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রঞ্জির পারফরম্যান্সে জাতীয় দলের দুয়ার খুলতে চান রাহানে
১৭ ফেব্রুয়ারি ২৫
রঞ্জি ট্রফির ফাইনালে ৯ উইকেটে বেঙ্গলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল সৌরাষ্ট্র। এ নিয়ে পাঁচবারের মতো রঞ্জির ফাইনাল খেলেছে সৌরাষ্ট্র। এর আগে ভিদরভার বিপক্ষে একবার এবং মুম্বাইয়ের বিপক্ষে দুবার ফাইনাল হেরেছিল দলটি। তারপর ২০১৯-২০ মৌসুমে এই বেঙ্গলকে হারিয়েই প্রথম শিরোপা অর্জন করে তারা। এবার জয়দেব উনাদকাটের অসাধারণ বোলিংয়ে দ্বিতীয় শিরোপা জিতল দলটি।
চার উইকেটে ১৬৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বেঙ্গল। অধিনায়ক মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ মিলে দিনের প্রথম ভাগে সাবধানে শুরু করেছিলেন। যদিও দলীয় ১৯৪ রানের সময় রানআউট হয় শাহবাজ।

৩৮ বলে ২৭ রান রান করেন শাহবাজ। এর এক ওভার পর ফিরে যান মনোজও। তাকে রানআউট করেন উনাদকাট। তারপর আর দাঁড়াতে পারেনি সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে ১৭৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৪১ রান করে দলটি।
৮৫ রান খরচায় ছয় উইকেট নেন উনাদকাট। ৭৬ রান খরচায় তিন উইকেট নেন চেতন সাকারিয়া। আর তাতে প্রথম ইনিংসে ৪০৪ রান তোলা সৌরাষ্ট্রের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রানের।
জয় গহিলের (০) উইকেট হারিয়ে এই লক্ষ্যে সহজেই পৌঁছে যায় সৌরাষ্ট্র। ওপেনার হার্ভিক দেশাই ৪ এবং ভিসভারাজ জাদেজা ১০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন। বেঙ্গলের হয়ে একমাত্র উইকেটটি নেন আকাশ দ্বীপ।
ম্যাচের প্রথম ইনিংসেও তিনটি করে উইকেট নিয়েছিলেন উনাদকাট এবং সাকারিয়া। দুটি করে উইকেট নিয়েছিলেন চিরাগ জানি এবং ধর্মেন্দ্র জাদেজা। শাহবাজ ও অভিষেক পরেলের হাফ সেঞ্চুরিতে সেই ইনিংসে ১৭৪ রান করে বেঙ্গল।
তারপর অর্পিত ভাসাভাদা (৮১), চিরাগ জানি (৬০), শেলডন জ্যাকসন (৫৯) এবং হার্ভিক দেশাইয়ের (৫০) ব্যাটে ৪০৪ রান তোলে সৌরাষ্ট্র। এর আগে ২০১২-১৩ এবং ২০১৫-১৬ মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে রঞ্জির ফাইনাল হারে দলটি। এ ছাড়া ২০১৮-১৯ মৌসুমে ভিদরভার বিপক্ষে ফাইনাল হারে দলটি।