ম্যাককালামকে ছাড়িয়ে ছক্কার রেকর্ড স্টোকসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
২১ মে ২৫
মাউন্ট মঙ্গানুই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারের খেলা চলছিল। স্কট কুগেলাইনের শর্ট লেন্থে করা বল ফাইন লেগ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে ফেললেন বেন স্টোকস। দুই হাত উঁচিয়ে আম্পায়ার জানালেন এটা ছক্কা। আর তাতেই টেস্ট ইতিহাসের পাতায় নাম ওঠলো ইংলিশ অধিনায়কের।
এই ছক্কাসহ টেস্টে স্টোকসের মোট ওভার বাউন্ডারির সংখ্যা দাঁড়িয়??ছে ১০৮ এ। যা সাদা পোশাকের ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংখ্যক ছক্কা। ইংল্যান্ড অধিনায়ক যখন এই কীর্তি গড়েছেন, তখন ড্রেসিংরুম থেকে তাকে অভিবাদন জানিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

মজার ব্যাপার হচ্ছে, এই তালিকায় শীর্ষস্থান দখল করতে স্টোকস পেছনে ফেলেছেন ম্যাককালামকে। এর আগে ১০৭ ছক্কা নিয়ে লম্বা সময় ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। এবার তার শিষ্য সেই রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়েছে।
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৩ ঘন্টা আগে
এদিকে সব মিলিয়ে ৯০ টেস্টের ক্যারিয়ারে এখন স্টোকসের ছক্কা সংখ্যা হলো ১০৯টি। স্টোকস, ম্যাককালাম ছাড়া টেস্টে একশো ছক্কা আছে কেবল আর একজন ক্রিকেটারের। অ্যাডাম গিলক্রিস্ট ৯৬ টেস্ট খেলে বল উড়িয়ে সীমানা ছাড়া করেছেন মোট ১০০ বার।
১০৩ ম্যাচে ৯৮ ছক্কা মেরে তালিকায় চার নম্বরে আছেন ক্রিস গেইল। ২০১৪ সালে সবশেষ টেস্ট খেলছেন তিনি। এখনও আনুষ্ঠানিকভাবে সাদা পোশাককে বিদায় না জানালেও ক্যারিবিয়ান এই তারকার ক্যারিয়াকে আবারও মাঠে দেখা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।
১৬৬ ম্যাচে ৯৭ ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১০৪ ম্যাচে ৯১টি ভারতের বিরেন্দর শেবাগ। তাছাড়া আর কেউই নম্বইয়ের ঘরে যেতে পারেননি।
এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের পরে যিনি আছেন, তিনি অবশ্য কোনো বিশেষজ্ঞ ব্যাটার নন। ৯১ ম্যাচে ৭৬ ছক্কা মেরেছেন কিউই পেসার টিম সাউদি।