১৫ মার্চ শুরু ডিপিএল, ঈদের পর সুপার লিগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়
২৯ এপ্রিল ২৫
দুদিন আগে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বিপিএল শেষ হতেই মাঠে গড়াচ্ছে ঢাকা ডিভিভন প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের ক্রিকেটের ঘরোয়া এই টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরি।
ঈদ উল ফিতরের আগ পর্যন্ত হবে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটিয়ে কাটিয়ে ক্রিকেটাররা ফেরার পর শুরু হবে সুপার লিগ পর্ব। টুর্নামেন্টের বেশির ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে।

এদিকে ডিপিএলের সময় বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলবে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সিলেট এবং চট্টগ্রামে হলেও টেস্ট হবে ঢাকায়।
হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ
১০ ঘন্টা আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট চলাকালীন ডিপিএলের ম্যাচগুলো হবে ফতুল্লার খান সাহেব আলী ওসমানী স্টেডিয়াম। দেশের তিনটি ভেন্যুতে প্রতিদিন মাঠে গড়াবে তিনটি করে ম্যাচ। রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বে সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে দলগুলো।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ছয়টি দল খেলবে সুপার লিগে। সেখানেও একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে তারা। টুর্নামেন্ট শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই ডিপিএলের চ্যাম্পিয়ন হবে। এদিকে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, ব্যাটার এবং বোলারের জন্য প্রাইজমানি রাখার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।