প্রাইজমানির পুরো টাকা ক্রিকেটার-ম্যানেজমেন্টকে দিচ্ছে সিলেট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব
৩১ জানুয়ারি ২৫
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানার্সআপ হয়েছে সিলেট স্ট্রাইকার্স। এরফলে এক কোটি টাকার প্রাইজমানি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই অর্থের পুরোটাই দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে ভাগ করে দেবে সিলেট।
মূলত আসরের সিলেট পর্বের খেলা চলাসময়েই এমন সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাঞ্চাইজিটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট কতৃপক্ষ।

এবারের আসরটা দুর্দান্তভাবে শুরু করেছিল সিলেট। রাউন্ড রবিন লিগে প্রথম ৭ ম্যাচের মধ্যে এক হারের বিপরীতে ৬টিতেই জয় পেয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। আসরে সবার আগে প্লে অফের টিকিটও নিশ্চিত করেছিল তারা।
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
লিগ পর্বে সবমিলিয়ে ১২ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফে যায় সিলেট। তবে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায়। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল খেলে তারা।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমে শুরুতে ব্যাটিং করে ১৭৫ রান সংগ্রহ করেছিল সিলেট। তবে এই রান তাদের জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত সাত উইকেটের হারে খুব কাছে গিয়েও ট্রফি হাতছাড়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।
এদিকে আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে নাজমুল হোসেন শান্ত পেয়েছে ১০ লাখ টাকা। একই সঙ্গে সেরা রান সংগ্রাহক হয়ে আরও পাঁচ লাখ টাকা প্রাইজমানি পেয়েছেন এই ব্যাটার।