‘৫০০ রান নয়, একাই চারটা ম্যাচ জেতানো গুরুত্বপূর্ণ’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কান বোলারদের থেকেই উইকেট নেয়ার রসদ খুঁজছে বাংলাদেশ
১৮ জুন ২৫
বিপিএলের আগের আসরে আইকন ক্রিকেটার না থাকলেও ড্রাফটের বাইরে মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেবার ১৯ উইকেট নিয়ে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছিলেন বাঁহাতি এই পেসার। এমন পারফরম্যান্সের সুবাদে এবারের বিপিএলেও তাকে দলে টানে তারা। রাজশাহী কিংসের পর কুমিল্লার হয়েও আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেন মুস্তাফিজ।
তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার থাকার পরও মুস্তাফিজকে আইকন হিসেবে ঘোষণা দেয় কুমিল্লা। যদিও চোটের কারণে এবারের বিপিএলে সব ম্যাচ খেলতে পারেননি অভিজ্ঞ এই পেসার। ৭.৩৫ ইকনোমি রেটে ১০ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এবার খুব বেশি ব্যবধান গড়ে দিতে পারেননি তিনি।

তবুও মুস্তাফিজেই আস্থা কুমিল্লার। চারবারের চ্যাম্পিয়ন দলটির প্রধান কোচ সালাহউদ্দিন মন্তব্য করেন, তার কাছে ৫০০ রান করার চেয়ে আইকন ক্রিকেটার হিসেবে একাই চারটা ম্যাচ জেতানো গুরুত্বপূর্ণ। কে কয়টা ম্যাচ জেতাবে সেটা ভেবেই দলের জন্য ক্রিকেটার বাছাই করেন বলে জানান তিনি।
‘মুস্তাফিজ আইপিএলে খেলে, তার অভিজ্ঞতা অনেক’
৬ জুলাই ২৫
এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আমাকে যদি ঢাকা লিগে দেখেন তাহলে দেখবেন অন্য খেলোয়াড় নেবো। যেহেতু এখানে টি-টোয়েন্টি খেলা তখন আমি জানি মুস্তাফিজ আমাকে চারটা ম্যাচ জেতাবে। আমি সবসময় এভাবে দেখি যে কে আমাকে কয়টা ম্যাচ জেতাবে। আপনি ৫০০ রান করেছেন সেটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ আমি যেহেতু আপনাকে আইকন হিসেবে নিছি, আপনি আমাকে একাই চারটা ম্যাচ জেতাবেন।’
রঙিন অভিষেক বাংলাদেশের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মুস্তাফিজ। নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবও। যদিও এখন আর আগের মতো ধাঁর নেই তার বোলিংয়ে। প্রায় ৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে চড়াই-উতরাই দেখেছেন বাঁহাতি এই পেসার। তবে সালাহউদ্দিন মনে করেন, বাংলাদেশে মুস্তাফিজের মতো দ্বিতীয় কোনো বোলার নেই।
সালাহউদ্দিন বলেন, ‘দেখুন, আমি যখন দল গড়ি তখন চিন্তা করি আমার সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় আছে কিনা। আমি আসলে চিন্তা করি না কে কি রকম। বাংলাদেশের মুস্তাফিজকে আমি আইকন রাখি কারণ মুস্তাফিজের মতো দ্বিতীয় কোনো বোলার বাংলাদেশ থেকে আর পাবো না। আমি হয়তো ব্যাটার একজন খুঁজে পাবো, উনিশ-বিশ। মুস্তাফিজের মতো বোলার আমি পাবো না। এই কারণে সিদ্ধান্তগুলো আমি অন্যভাবে নিই।’