আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড আসিফ শেখের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এবারের স্পিরিট অব ক্রিকেটের পুরষ্কার জিতেছেন আসিফ শেখ। রান আউটের সুযোগ পেয়েও তা না করে অনন্য নজির গড়েছিলেন নেপালের এই ক্রিকেটার।


২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ওমানে কোয়াড্রাঙ্গুলার সিরিজে মুখোমুখি হয়েছিল নেপাল ও আয়ারল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাটিং করছিল আয়ারল্যান্ড।


promotional_ad

১৮তম ওভারে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১১৩ রান। শেষ দুই ওভারে দ্রুত রান তুলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার লক্ষ্য ছিল দুই ব্যাটার মার্ক অ্যাডায়ার ও অ্যান্ডি ম্যাকব্রেইনের।


১৯তম ওভারে বল করতে এসেছিলেন কামাল সিং আইরি। ওভারের ৩য় বলে মার্ক অ্যাডায়ার লেগ সাইডে বড় শট খেলতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো লাগাতে পারেননি।


ফলে সিঙ্গেলস নেয়ার জন্য দৌড় দেন। সেই সময় নন স্ট্রাইকে থাকা ম্যাকব্রেইন বোলারের পায়ের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। বোলার বল ধরে তা সোজা পাঠিয়ে দেন উইকেট কিপারের হাতে।


ক্রিজে ঢোকার অনেক আগে বল কিপারের হাতে চলে যাওয়ায় আশা ছেড়ে দিয়েছিলেন ম্যাকব্রেইনও। তবে সবাইকে অবাক করে দিয়ে রান আউট না করে বল হাতে নিজের জায়গায় ফিরে যান আসিফ।


সেই ম্যাচে শেষ পর্যন্ত আয়ারল্যান্ড করেছিল ১২৭ রান। জবাবে খেলতে নেমে ১১১ রানে অল আউট হয়ে ১৬ রানে ম্যাচ হেরেছিল নেপাল। অবশ্য আসিফের এই অর্জন নিঃসন্দেহে নেপালের ক্রিকেটের বড় অর্জন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball