ডিআরএস নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানালেন নিজামউদ্দীন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
ডিআরএস না থাকা সহ আরও বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কট্টর সমালোচনা করেছেন সাকিব আল হাসান। সাকিব সমালোচনার পরদিন নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন নিজামউদ্দীন চৌধুরী সুজন।
গত ৩১ ডিসেম্বর বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, এবারের বিপিএলে ডিআরএস থাকছে না। তবে ফাইনালসহ প্লে-অফের কয়েকটি ম্যাচে রাখা হবে ডিআরএস। এই প্রযুক্তি না থাকায় অনেকের মতো সমালোচনা করেছেন সাকিবও।

জবাবে বিসিবির প্রধান নির্বাহী সুজন বলেন, ‘দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাক্টশন টিম বিষয়টি জানায়। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।’
‘আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিল। যে কারণে আমাদের প্রোডাক্টশন হাউজ সেটা আনতে পারেনি। আমরাও এটা জানার পর নিজের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট লোকবল নেই। ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই।
এর আগে গত ৪ জানুয়ারি বিপিএল নিয়ে কঠোর মন্তব্য করেন সাকিব। প্রত্যাশা থাকলেও লম্বা সময় ধরে সেটি পূরণ না হওয়ায় বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব বলেন, 'বাজে সঙ্কট সম্ভবত (ডিআরএস নেই)। স্বদিচ্ছা থাকলে কোনো কিছু থেমে থাকার কারণ দেখি না। আমি তো কোনো কারণই দেখি না ডিআরএস না থাকার, তিন মাস আগে ড্রাফট বা অকশন না হওয়ার এবং দলগুলো ২ মাস আগে ঠিক হবে না। খেলোয়াড়রা এভেইলেবল থাকবে।'
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিপিএলের নবম আসর।