খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেবেন ইয়াসির আলি রাব্বী। আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত কয়েক মৌসুম ধরেই বিপিএলে নিয়মিত খেলছেন ইয়াসির। তবে এবারই প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে এই ব্যাটারকে। তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা সত্ত্বেও ইয়াসিরকে নেতৃত্ব দেয়ার কারণ জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম।

তিনি বলেন, 'তাকে অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। সবার তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে উঠার জন্য। এভাবে সে নিজেকে প্রস্তুত করতে পারে ও বাংলাদেশ ক্রিকেট দল আরও একজন স্কিল অধিনায়ক পায়। ফিরোজা বেগম, খুলনা টাইগার্স ম্যানেজিং ডিরেক্টর'
রাব্বিকে অধিনায়ক করার আগে দলের সকল কোচিংস্টাফ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছে টিম ম্যানেজমেন্ট। তাদের মতামতের ভিত্তিতেই এই ব্যাটারকে এবারের আসরে দলের নেতৃত্ব ভার দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ফিরোজা বলেন, 'আগামীকাল থেকে এই মৌসুমের বিপিএল শুরু হচ্ছে। এই উপলক্ষে আপনাদের জন্য আমার খুব স্পেশাল ঘোষণা আছে। আমাদের টিম ম্যানেজম্যান্ট, কোচ খালেদ মাহমুদ সুজন ও আইকন ক্রিকেটার তামিম ইকবাল সবার সঙ্গে কয়েকবার আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি-এবার আমাদের অধিনায়ক হবে ইয়াসির আলি রাব্বি।'