জিম্বাবুয়ের হয়ে খেলবেন ইংল্যান্ডের ব্যালান্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের কোচিং স্টাফে ব্যালান্স

৭ মে ২৫
ইংল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের কোচিং স্টাফে 
গ্যারি ব্যালান্স, ফাইল ফটো

ইংল্যান্ডের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা গ্যারি ব্যালান্স এবার খেলবেন জিম্বাবুয়ের হয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন এই ব্যাটার। আর তাতে সাড়ে পাঁচ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। 


ব্যালান্সের জন্ম জিম্বাবুয়ের হারারেতে। দেশটির হয়ে খেলেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটও। কিন্তু পরে পাড়ি জমান ইংল্যান্ডে, আন্তর্জাতিক ক্রিকেটও শুরু করেন ইংলিশদের জার্সিতে। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ইংল্যাডের হয়ে ২৩ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন। সবশেষটি ২০১৭ সালের জুলাইয়ে ইংলিশদের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। 


promotional_ad

জিম্বাবুয়ের হয়ে ব্যালান্সের খেলার আলোচনা চলছিল বেশ কয়েক দিন ধরেই। কাউন্টি দল ইয়র্কশায়ার তাকে ছেড়ে দেয়ার পর গত বছরের ডিসেম্বরে তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে দুই বছরের চুক্তি করেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য। সেই ধারাবাহিকতায় এবার সুযোগ পেয়ে গেলেন জাতীয় দলে। 


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের যুবাদের দল ঘোষণা

১০ জুলাই ২৫
ফাইল ছবি

দলে ডাক পাওয়ার পর তিনি বলেন, 'জিম্বাবুয়ে ক্রিকেটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দুর্দান্ত কয়েকজন কোচ ও প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করতে আমার তর সইছে না। জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার মাঝে খেলার জন্য নতুন আবেগ ও রোমাঞ্চ দোলা দিচ্ছে।'


এদিকে ঘরের মাঠের এই সিরিজের জন্য বুধবার (৪ জানুয়ারী) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দল থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে রোডেশিয়ানদের এই সিরিজের দলে। 


সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলায় এই সিরিজে নেই সিকান্দার রাজা। দলটির সবচেয়ে বড় এই তারকাকে আগেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দিয়ে রেখেছিল জেডসি। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।


রাজা ছাড়াও এই সিরিজের দলে নেই পেসার ব্লেসিং মুজারাবানি, উইকেটকিপার-ব্যাটার রেজিস চাকাভা ও ব্যাটার মিল্টন শুম্বা। এই চার জনের অনুপস্থিতিতে দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, টাডিওয়ানাশে মারুমানি ও ভিক্টর নিয়াউচি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball