চট্টগ্রামের অধিনায়ক শুভাগত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন শুভাগত। দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটে-বলে উজ্জ্বল এই অলরাউন্ডার। এবার তার কাঁধে নেতৃত্বের বাড়তি দায়িতও দিয়েছে চট্টগ্রাম। 


এবার অধিনায়কের নাম প্রকাশ করলেও এর আগেই প্রধান কোচের নাম জানিয়েছিল চট্টগ্রাম। এবারের আসরে দলটির ড্রেসিংরুমের মাস্টারমাইন্ড হিসেবে আছেন জুলিয়ান রস উড।


বিশ্ব ক্রিকেটে বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ হিসেবে ব্যপক জনপ্রিয় তিনি। মূলত ক্রিকেটের সঙ্গে বেস বলের হিটিংয়ের কৌশলের সংমিশ্রণে পাওয়ার হিটিংয়ের কৌশল বের করেছেন তিনি। 


promotional_ad

 


 


এবার তাকেই প্রধান কোচের দায়িত্ব দিয়েছে চ্যালেঞ্জার্স। এর আগেও বিপিএলে কাজ করেছেন তিনি। বিপিএলের অষ্টম আসরে পাওয়ার হিটিং কোচ ছিলেন সিলেট সিক্সার্সের।


আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া, পাকিস্থান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বেশ কয়েক বছর ধরে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুইদিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি।


এরপর দুদিনের জন্য আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে। 


১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি। এরপর ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। শেষ চারের প্রতিটি ম্যাচ ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে সূচিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball