বৃষ্টি বিঘ্নিত দিনে খাওয়াজা-ল্যাবুশেনের হাফ সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের
১০ ঘন্টা আগে
সাউথ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিন নিরাপদেই পার করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত এই দিনে দুই উইকেটে ১৪৭ রান তুলেছে স্বাগতিকরা। এদিন খেলা হয়েছে মাত্র ৪৭ ওভার।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। চার নম্বর ওভারের মাঝেই ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় তারা। ১১ বলে ১০ রান করে অ্যানরিখ নরকিয়ার বলে ফিরে গেছেন তিনি।

তারপর ১৩৫ রানের জুটি গড়েন উসমান খাওয়াজা এবং মারনাস ল্যাবুশেন। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ল্যাবুশেন। দুর্ভাগ্য তার। নরকিয়ার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফিরে যেতে হয় তাকে।
সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স
১৩ ঘন্টা আগে
১৫১ বলে খেলা ইনিংসে ১৩টি চারের সাহায্যে ৭৯ রান করেন তিনি। ল্যাবুশেন আউট হওয়ার পরই বৃষ্টি নামে। এরপর মুষলধারে বৃষ্টি পড়লে খেলা আর মাঠে গড়ায়নি।
ল্যাবুশেন ফিরলেও আরেক প্রান্তে অপরাজিত ছিলেন খাওয়াজা। ১২১ বলে ৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তিনি। প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে গেছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ১৪৭/২ (৪৭ ওভার) (ল্যাবুশেন ৭৯, খাওয়াজা ৫৪*; নরকিয়া ২/২৬)