'৮ উইকেট হারানো হতাশার কিন্তু এটাই টেস্ট'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ
৪৫ মিনিট আগে
চট্টগ্রামের উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা পায়নি বাংলাদেশের বোলাররা। আসলে এই উইকেটে বোলারদের জন্য বাড়তি কিছু নেইও। মাঝে মধ্যে বল লো হয়েছে, তবে সেটা টানা হয়েছে এমনটা না। ভারতের ব্যাটাররাও স্বাছন্দ্যেই ব্যাটিং করেছেন। অথচ বাংলাদেশ ব্যাটিংয়ে নামার সঙ্গে সঙ্গে যেন উইকেটের চেহারা পাল্টে গেছে! এমন উইকেটে ১০২ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের এমন পারফরম্যান্সকে হতাশাজনক বলেছেন রঙ্গনা হেরাথ। স্পিন বোলিং কোচের মতে, এমন বাজে দিন আসতেই পারে, তবে টেস্ট ক্রিকেটে এমন জায়গা থেকে ঘুরে দাঁড়ানোরও সুযোগ থাকে।
ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটাই ছিল বাজে। ইনিংসের প্রথম বলে ডিফেন্স করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর ব্যাটের কানা ছুঁইয়ে বল জমা পড়ে ঋষভ পান্তের গ্লাভসে। প্রথম বলেই উইকেট তুলে নিয়ে শুরুতেই বাংলাদেশকে বড় ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ।

এরপর দলীয় ৫ রানে ইয়াসির আলি রাব্বীকেও হারায় স্বাগতিকরা। এমন জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন কুমার দাস এবং জাকির হাসান। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। লিটন ফিরেছেন ২৪ রান করে। আর অভিষিক্ত জাকিরের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ২০ রান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
হেরাথ বলেন, 'আমি যেটা বলেছি আগেই, টেস্ট ক্রিকেট সহজ না। সবসময় আপনার স্কিল, টেম্পারমেন্ট, ধৈর্যের পরীক্ষা নেবে। এজন্য আপনাকে কঠিন লড়াই করতে হবে। আমরা মোমেন্টাম পেয়েছিলাম কিছু জায়গায়, কিন্তু কোথাও হারিয়েছিও। আমার মনে হয় না এটা টেকনিক, সিদ্ধান্ত নেয়ার অবস্থায় উন্নতি দরকার।'
ভারতের প্রথম ইনিংসের ১০ উইকেটের মধ্যে ৮ উইকেটই তুলেছেন বাংলাদেশ দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। দুই জনে সমান চার উইকেট করে ভাগাভাগি করেছেন। তাদের এমন পারফরম্যান্সের পর প্রশংসা করেছেন হেরাথ।
স্পিন বোলিং কোচ বলেন, 'আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। তাইজুল-মিরাজ ভালে করেছে। তারা তাদের শতভাগ দিয়েছে। আপনি যেমন বলেছেন ৮ উইকেট হারানো হতাশাজনক। কিন্তু এটাই টেস্ট ক্রিকেট। আরও তিনদিন বাকি আছে। আমাদের টিকে থাকতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।'