বিজয় দিবস ক্রিকেটে খেলবেন মিঠুন-সৌম্যরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ

৪৫ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 


গত কয়েক বছর ধরে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হতো এই ম্যাচ। তবে এবার সেখানে পরিবর্তন এনেছে বিসিবি। এবারের ম্যাচের দুই দল সাজানো হয়েছে এই সময়ের ক্রিকেটারদের নিয়ে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫২তম বিজয় দিবসে সকাল ১০টায় শুরু হবে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচটি।


promotional_ad

মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর এই প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের নামে দুই দলে ভাগ হয়ে খেলবেন সৌম্য সরকার, আফিফ হোসেন, আকবর আলি, নাসুম আহমেদরা। 


শহীদ জুয়েল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের উদ্বোধনী ব্যাটার। খেলার মাঠের আক্রমণাত্মক এই ব্যাটার মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত পাক হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন তিনি।


শহীদ মুশতাক ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। আজাদ বয়েজ ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। তার এই প্রিয় কর্মস্থলের কাছেই ২৫ মার্চের কালরাতে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন তিনি। এরই মধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।


শহীদ জুয়েল একাদশ: মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, জিয়াউর রহমান, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুনিম শাহরিয়ার, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি ও রিশাদ হোসেন।


শহীদ মুশতাক একাদশ: আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলি, রাকিবুল হাসান, সৈকত আলি, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, আশিক উর জামান, রিপন মন্ডল ও নাঈম হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball