অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই সাকিব, তিনে মিরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিবের দুবাইয়ে খেলবেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

১০ ঘন্টা আগে
ফাইল ছবি

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে দুর্দান্ত সিরিজ পার করেছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম দুই ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হওয়া মিরাজ জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। এমন পারফরম্যান্সে আইসিসির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন মিরাজ।


সিরিজের প্রথম ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের সঙ্গে পঞ্চাশ পেরোনো জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে খেলেছিলেন অপরাজিত ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরির দেখাও। মিরাজের ৮৩ বলে সেঞ্চুরি পাওয়ার ম্যাচে জয় পায় বাংলাদেশ।


promotional_ad

ব্যাটিং ছাড়াও পুরো সিরিজে বল হাতে ৪ উইকেট নিয়েছেন মিরাজ। এমন পারফরম্যান্সে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন এই অলরাউন্ডার। এদিকে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।


ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন তিনি। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় তিন ধাপ পিছিয়ে গেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার রয়েছেন ২৩ নম্বরে।


প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন সাকিব। পরের দুই ম্যাচে নিয়েছেন আরও ৪ উইকেট। পুরো সিরিজে ৯ উইকেট নেয়া সাকিব এগিয়েছেন আরও এক ধাপ। ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব। এদিকে আগের মতোই ৯ নম্বরে আছেন মুস্তাফিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball