নেপিয়ারে জ্যোতিদের ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টির হানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা
২০ মে ২৫
নেপিয়ারে বাংলাদেশ নারী দল ও নিউজিল্যান্ডের নারী দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আগের ম্যাচটি জেতায় তিন ম্যাচের এই সিরিজে এখনও ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড নারী দল।
বৃষ্টি হানা দেয়ার ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৪ ওভারে সাত উইকেটে ১৫৭ রান তোলে নিউজিল্যান্ড নারী দল। ৫৮ বলে ইনিংস সর্বোচ্চ ৩২ রান আসে রিতু মনির ব্যাটে। ফাহিমা খাতুন করেন ৪০ বলে ২৫ রান।

এ ছাড়া ফারজানা হক ২০, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৯ ও শারমিন আক্তার ১৬ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৩০ রান খরচায় দুই উইকেট নেন ফ্রান জোনাস। একটি করে উইকেট নেন হেইলি জেনসেন, জেস কার ও হান্নাহ রউই।
প্রথম ইনিংসের পর আবারও বৃষ্টি নামলে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ১৫৬ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ফিরে যান কিউই অধিনায়ক সোফি ডিভাইন (১)।
এরপর অবশ্য আর খেলাও বেশীক্ষণ চলেনি। মুষলধারে বৃষ্টি নামলে প্যাভিলিয়নে চলে যায় উভয় দল। বৃষ্টির কারণে শেষপর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
নিউজিল্যান্ডের হয়ে ৯ রানে ব্যাটিংয়ে ছিলেন সুজি বেটস। ২ রান করে তাকে সঙ্গ দিচ্ছিলেন অ্যামেলিয়া কার। ৪.৪ ওভারে এক উইকেটে ১৪ রান করে কিউইরা। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি আসে মারুফা আক্তারের রানআউটের মাধ্যমে।