হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা

২০ মে ২৫
৩ বছর ধরে জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ, ফাইল ফটো

ওয়েলিংটনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে আট উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। এদিনও ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়েছে বাংলাদেশের মেয়েরা।


টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ১৮০ রান তোলে তারা। মূলত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটেই এই লক্ষ্য দাঁড় করাতে পারে বাংলাদেশ।


promotional_ad

রান আউট হওয়ার আগে ১৩৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৭৩ রান করেন জ্যোতি। এ ছাড়া ওপেনার শারমিন আক্তার ২৯ ও লতা মন্ডল ২২ রান করেন। শেষ দিকে রিতু মনি করেন ৯ বলে ১৫ রান।


আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। কিউইদের হয়ে ২৩ রান খরচায় চার উইকেট নেন জেস কার। ফ্র্যান জোনাস নেন ৪২ রান খরচায় এক উইকেট।


লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ ওভারেই খেলা শেষ করে ফেলে নিউজিল্যান্ডের মেয়েরা। দলীয় ৫০ রানে অবশ্য দুটি উইকেট হারায় তারা। ২১ রান করা কিউই দলপতি সোফি ডিভাইনকে ফেরান জাহানারা আলম।


তারপর অ্যামেলিয়া কারকেও শুন্য রানে বোল্ড করেন তিনি। যদিও শেষরক্ষা হয়নি। ৯১ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন আরেক ওপেনার সুজি বেটস। সঙ্গে ম্যাডি গ্রিন ৭০ বলে ৫৯ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball