শেষ ওয়ানডের আগে ভারতের স্কোয়াডে যুক্ত হলেন কুলদিপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ

৭ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতীয় দলে যুক্ত হলেন কুলদিপ যাদব। ইনজুরি আক্রান্ত হয়ে ভারতে ফিরেছেন মোট তিন ক্রিকেটার। শেষ ওয়ানডেতে কেবল একটি বদলিই ঘোষণা করেছে ভারত।


ইনজুরির কারণে ইতোমধ্যেই বাংলাদেশ ছেড়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং দুই পেসার কুলদিপ সেন এবং দীপক চাহার। দুজন পেসার ইনজুরিতে পড়লেও বদলি হিসেবে একজন স্পিনারের নামই ঘোষণা করেছে ভারত।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পান পেসার কুলদিপ সেন। যার কারণে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হয়নি তার। দ্বিতীয় ম্যাচে তার বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন উমরান মালিক।


এদিকে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন দীপক। যদিও চোট পেলেও সেই ম্যাচে ব্যাটিং করেন তিনি। তবে শেষ ম্যাচের আগে ছিটকে যেতে হয়েছে তাকে।


একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পান রোহিত। ম্যাচের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের বাইরের ভেতরে ঢোকা বল ঠিকঠাক খেলতে পারেননি এনামুল হক বিজয়। বাংলাদেশি এই ওপেনারের ব্যাটের হাতলে লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা রোহিতের কাছে।


তবে সেটা লুফে নিতে পারেননি ভারতের অধিনায়ক। উল্টো বাঁহাতের বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এক্স-রে করে দেখা যায় চিড় ধরা না পড়লেও আঙুলের হাড় সরে গেছে তার।


পরে অবশ্য ব্যাটিংয়ে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। অবশ্য দল জেতাতে পারেননি রোহিত। এক ম্যাচ হাতে রেখে ভারত সিরিজ হারে ২-০ ব্যবধানে। ইনজুরিতে পড়া তিন ক্রিকেটারকেই পুনর্বাসনে রেখেছে বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball