আক্ষেপ ঘুচল হেডের, ল্যাবুশেনের টানা ৩ সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফাইনালে হারের ক্ষত ভুলে সামনে এগোতে চান হেড
২৩ জুন ২৫
পার্থে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ট্রাভিস হেড। তবে অ্যাডিলেডে তিন অঙ্ক ছোঁয়ার আক্ষেপ ঘুচালেন বাঁহাতি এই ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। এদিকে জো রুটকে সরিয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষে ওঠা মার্নাশ ল্যাবুশেন সেঞ্চুরির দেখা পেয়েছেন টানা তিন ইনিংসে। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩৩০ রান।
চোট থেকে সেরে উঠতে না পারায় দ্বিতীয় টেস্টে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডিলেডে তাই অস্ট্রেলিয়ার নেতৃত্ব সামলাচ্ছেন স্টিভ স্মিথ। এদিন টস জিতেই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। যদিও দলকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাওয়াজা।
দলের রান ৩০ পেরোতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে কভার ড্রাইভ করতে চেয়েছিলেন ওয়ার্নার। তবে ব্যাটে-বলে ঠিকঠাক করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তাতে উইকেটের পেছনে থাকা জশুয়া ডি সিলভার গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় ২৯ বলে ২১ রান করা ওয়ার্নারকে।

এরপর অবশ্য ল্যাবুশেনকে সঙ্গে নিয়ে প্রথম সেশন কাটিয়ে দিয়েছেন খাওয়াজা। লাঞ্চের আগেই অবশ্য ৬ চারে ৮৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। তবে লাঞ্চ থেকে ফিরে ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ডেভন থমাসের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফেরার আগে করেছেন ৬২ রান। যদিও আম্পায়ার আউট দেয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন খাওয়াজা। তবে শেষ রক্ষা হয়নি বাঁহাতি এই ব্যাটারের।
রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পে আঘাত হেনেছে। ফলে আম্পায়ার্স কলের বেড়াজালে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটতে হয় খাওয়াজাকে। বাঁহাতি এই ব্যাটার ফেরার পর ১০৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ল্যাবুশেন। এদিকে চারে নেমে ৮ বলের বেশি টিকেননি স্মিথ।
জেসন হোল্ডারের লেংথ ডেলিভারিতে মিড অফ দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে সেটা সরাসরি বোলারের হাতে এলে লুফে নিতে ভুল করেননি হোল্ডার। তাতে শূন্য রানে ফিরে যেতে হয় স্মিথকে। এরপর হেডকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় পার করেছেন ল্যাবুশেন। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।
আগের দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করা ল্যাবুশেন এদিন তিন অঙ্কের ছোঁয়া পেয়েছেন ১৮৬ বলে। শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকা হেডের হাফ সেঞ্চুরি এসেছে মাত্র ৬৬ বলে। শেষ বিকেলে সেঞ্চুরি ছুঁয়েছেন ১২৫ বলে। প্রথম দিন শেষে ল্যাবুশেন ১২০ এবং হেড অপরাজিত রয়েছেন ১১৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৩৩০/৩ (৮৯ ওভার) (ল্যাবুশেন ১২০*, হেড ১১৪*, খাওয়াজা ৬২, ওয়ার্নার ২১; জোসেফ ১/২১, হোল্ডার ১/৪২)