রোহিতকে নিয়ে মানসিকভাবে প্রস্তুত ছিল বাংলাদেশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


খাদের কিনারা থেকে ভারতকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েও পারেননি রোহিত শর্মা। ভাঙা আঙুলে ভারতীয় অধিনায়কের লড়াইয়ের পরও ৫ রান দূরে থেকে সিরিজ হেরেছে বিরাট কোহলি-শ্রেয়াস আইয়াররা। যদিও মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, রোহিতের ব্যাপারে আগে থেকেই প্রস্ততি নিয়ে রেখেছিল দল।


বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের বাইরের ভেতরে ঢোকা বল ঠিকঠাক খেলতে পারেননি এনামুল হক বিজয়। ডানহাতি এই ব্যাটারের ব্যাটের হাতলে লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা রোহিতের কাছে। তবে সেটা লুফে নিতে পারেননি ভারতের অধিনায়ক।


promotional_ad

উল্টো বাঁহাতের বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রোহিতকে। ততক্ষণাৎ মাঠ ছাড়েন তিনি। সেই সঙ্গে তার চোটের অবস্থা বুঝতে খেলা চলাকালীনই হাসপাতালে পাঠানো হয় তাকে। যেখানে এক্স-রে করানো হয় রোহিতের। চিড় ধরা না পড়লেও আঙুলের হাড় সরে গিয়েছে।


এমন অবস্থাতেও দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামেন রোহিত। ৪৪ বলে যখন ভারতের প্রয়োজন ৬৫ তখন ব্যাটিংয়ে আসেন ডানহাতি এই ব্যাটার। এরপর দার??ণ ব্যাটিংয়ে ভারতকে জয়ের খুব কাছে নিয়ে যাওয়ার সঙ্গে ২৭ বলে তুলে নেন হাফ সেঞ্চুরিও। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভার।


মুস্তাফিজুর রহমানের প্রথম ৫ বলে ১৪ রান নিলে শেষ বলে প্রয়োজন হয় ৬ রানের। তবে বাঁহাতি এই পেসারের ইয়র্কারে কোন রানই নিতে পারেননি রোহিত। শেষ পর্যন্ত ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত শেষ ওয়ানডে খেলা হচ্ছে না তার।


যদিও সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানিয়েছেন, দল রোহিতের ব্যাপারে আগে থেকেই প্রস্ততি নিয়ে রেখেছিল। এছাড়া ম্যাচ জিততে যে দলকে ১০ উইকেটই নিতে হতো। মিরাজ বলেন, 'অবশ্যই আমাদের মানসিকভাবে প্রস্তুতি ছিল যে রোহিত শর্মা ব্যাটিং করতে পারে। যদি সে ব্যাটিং করতে আসে আমাদের বোলারদের ওই পরিকল্পনা ছিল যে কীভাবে বল করবো। কিন্তু দিনশেষে আপনাকে ১০ উইকেটই নিতে হবে।'


১০ উইকেট না নিলে জিততে পারবো না। তারপরও সে খুব ভালো ব্যাটিং করেছে। সে যেভাবে খেলেছে তা ওদের জন্য ইতিবাচক দিক। আমার কাছে যেটা মনে হয় আমাদের বোলাররা খুব ভাল বল করেছে। যেভাবে চাপে রেখেছে...মাঝে একটা জুটিও হয়ে গিয়েছিল। এটা হতেই পারে, আমাদেরও হয়েছে। তারপরও আমরা খুব ভালো ওভারকাম করেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball