স্বপ্ন সত্যি হয়েছে অধিনায়ক লিটনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘হৃদয় আর লিটনের ইনিংসটা খুব দরকার ছিল’

৮ ঘন্টা আগে
জুটির পথে শামীম পাটোয়ারী ও লিটন দাস

তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পান লিটন দাস। ওয়ানডেতে নেতা হিসেবে নিজের অভিষেক ম্যাচে টস ভাগ্যে জয় হয়েছিল তার। শুরুটা এখান থেকেই! এরপর সেই ম্যাচে জিতেছিল তার দল। এবার দ্বিতীয় ওয়ানডেতেও টস জয়ের পর তার দল ম্যাচ জিতেছে ৫ রানের ব্যবধানে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই এক ম্যাচ হাতে রেখে ভারতের বিপক্ষে এমন জয়ে স্বপ্ন সত্যি হয়েছে লিটনের।


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে দুইশোর আগে আটকে রেখে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে সহজ লক্ষ্যকে কঠিন করে ফেলেন বাংলাদেশের ব্যাটাররা। অবশ্য শেষ জুটিতে মেহেদি হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ।


promotional_ad

দ্বিতীয় ওয়ানডেতেও টস ভাগ্য ছিল লিটনের পক্ষে। এবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতে ব্যাটিং করতে নেমে টপ অর্ডার ব্যর্থতায় শঙ্কার মেঘ জমে বাংলাদেশের আকাশে। তবে আবারও ত্রাণকর্তার ভূমিকায় 'ম্যাজিকাল মিরাজের'। এই অলরাউন্ডারের অভিষেক সেঞ্চুরিতে লড়াই করার মতো পুজিঁ পায় বাংলাদেশ। 


আরো পড়ুন

ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ

৭ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এরপর বোলিংয়েও দুর্দান্ত ছিলেন মিরাজ। বল হাতে দুই উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি এবাদত হোসেন-মুস্তাফিজরাও দুর্দান্ত ছিলেন। গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে জ্বলে ওঠেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। এই ম্যাচে ৫ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটনের দল।


ম্যাচ শেষে নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমি খুবই খুশি। অধিনায়ক হিসেবে সিরিজ জয়-আমার জন্য স্বপ্ন সত্যি হয়েছে।'


শুরুতে ব্যাটিং করতে নেমে ৬৯ রানেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে মিরাজ এবং মাহমুদউল্লাহর ব্যাটে আবারও ঘুরে দাঁড়ায় তারা। এই দুইজনের ১৪৮ রানের জুটিতে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭১ রান তোলে দল।


লিটনের মতে এই সংগ্রহ মিরপুরের উইকেটে জয়ের জন্য যথেষ্ট ছিল। তিনি বলেন, 'আমি মনে করি, মিরপুরের উইকেটে ২৪০ রান জয়ের জন্য যথেষ্ট। আমরা শুরুতেই ছয় উইকেট হারিয়েছি তবে মিরাজ এবং রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করেছে এটা সত্যিই অসাধারণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball