promotional_ad

ক্যালিসের উদাহরণ টেনে শান্তর ক্ষেত্রে ধৈর্য্য ধরতে বললেন ডমিঙ্গো

 সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি হাফ সেঞ্চুরি আত্মবিশ্বাস দিয়েছিল নাজমুল হোসেন শান্তকে। যার প্রতিফলনে বাঁহাতি এই ওপেনারকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও সুযোগ দেয় টিম ম্যানেজম্যান্ট। সঙ্গে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন খেলানোর ভাবনাতেও ইয়াসির আলি রাব্বির আগে প্রাধান্য পান এই ব্যাটার। কিন্তু দ্বিতীয় ইনিংসের প্রথম বলে আউট হয়ে সুযোগ হাতছাড়া করার সঙ্গে সমালোচনার জন্ম দেন শান্ত।


টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রানের দেখা পেলেও ওয়ানডে ফরম্যাটে এখনও অনেকটাই মলিন শান্তর পরিসংখ্যান। ১৪ ম্যাচে নেই কোন হাফ সেঞ্চুরি। ১৩.৫০ গড়ে মোট রান করেছেন ১৮৯। এছাড়া শেষ দুই ওয়ানডেতে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। 



promotional_ad

যদিও পরিসংখ্যান দিয়ে শান্তকে ওয়ানডেতে বিচার করতে চান না ডমিঙ্গো। জ্যাক ক্যালিসের ক্যারিয়ারের উদাহরণ টেনে এই ব্যাটারকে নিয়ে ধৈর্য্য ধরতে বলেছেন এই প্রোটিয়া। তবে শান্তর যে আরও ধারাবাহিক হওয়া উচিৎ তা অবশ্যই মেনে নিয়েছেন তিনি।


ওয়ানডে ক্যারিয়ারের শুরুতে ক্যালিস প্রথম ১৫ ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন মাত্র ২টি। প্রায় দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এই ফরম্যাটে ধারাবাহিক পারফর্মার হয়ে ইতিহাস ওলট-পালট করে দিয়েছেন এই অলরাউন্ডার। পরিসংখ্যানই যার সবচেয়ে বড় উদাহরণ।


৩২৮ ওয়ানডেতে সাড়ে ১১ হাজার রানের মালিক তিনি। সঙ্গে ২৭৩টি উইকেট তো আছেই। ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারও বলা হয়ে ক্যালিসকে। টেস্টেও ক্যারিয়ারের পঞ্চম ও ষষ্ঠ টেস্টে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি পেলেও ধারাবাহিক হতে সময় লেগে যায় ক্যালিসের। সেখানেও সময়ের সঙ্গে পরিসংখ্যান বদলে দেন তিনি। তাই ক্যালিসের উদাহরণ টেনে শান্তর ক্ষেত্রেও ধৈর্য ধরতে বলেছেন বাংলাদেশের এই প্রধান কোচ।



ডমিঙ্গো বলেন, 'আমি বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি পছন্দ করি। তাকে দেখে মনে হচ্ছে সে সাদা বলের ক্রিকেটের ছন্দটা ধরতে পারছে। বিশ্বকাপে দুটি ফিফটি করেছে। আর আমি অনেক গ্রেট প্লেয়ার দেখেছি যাদের প্রথম ২০-২৫ ম্যাচ, ২০ টেস্ট ম্যাচের রেকর্ড ভালো ছিল না। জ্যাক ক্যালিসের কথাই বলি।'


'তার প্রথম ১২ টেস্টে গড় মনে হয় ১২ ছিল। দেখুন, শান্তর আরও ধারাবাহিক হওয়া উচিত। আমরা তা জানি। ওয়েস্ট ইন্ডিজে তাকে সে কিছু কঠিন উইকেটে খেলতে হয়েছে। সেখানে কিছু ভালো ইনিংস খেলেছে। আর কিছু ক্রিকেটারের প্রতি আপনার ধৈর্যশীল হতে হবে। কঠিন কন্ডিশনে ১২টা ওয়ানডে ম্যাচ খুব বেশি না। তাই আমাদের ধৈর্য্য ধরতে হবে। তাদের ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ দিতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball