চট্টগ্রামকে ১০ উইকেটে হারিয়ে শীর্ষে রংপুর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক যুগ পর ম্যাচসেরা হয়ে চিটাগংয়ের মালিকপক্ষকে ধন্যবাদ দিলেন নাঈম

২১ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাঈম ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

পিনাক ঘোষের সেঞ্চুরি ও সৈকত আলির হাফ সেঞ্চুরিতে লিডের স্বপ্ন দেখলেও চট্টগ্রামকে সেটি করতে দেননি রংপুরের বোলাররা। বরং ইনিংস ব্যবধানে জয়ের আশা জাগিয়েছিলেন রবিউল হক এবং মুশফিক হাসানরা। ইনিংস ব্যবধানে সম্ভব না হলেও ১০ উইকেটে জিতে প্রথম স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রংপুর।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে জয়ের জন্য মাত্র ১ রানের লক্ষ্যে খেলতে নামে আকবর আলির রংপুর। সহজ লক্ষ্য তাড়া করতে নামলেও ব্যাটারদের কিছুই করতে হয়নি। মেহেদি হাসান নো বল দিলে ১০ উইকেটে জিতে পায় তারা। ৫ ম্যাচে ৩ জয় এবং এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। বিপরীতে চট্টগ্রামের পয়েন্ট মাত্র ৪। 


promotional_ad

এর আগে প্রথম ইনিংসে মাত্র ১০০ রানে অল আউট হয় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া ২২ রান এসেছে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে। রংপুরের হয়ে রবিউল ৫টি এবং দুটি করে উইকেট নিয়েছেন আরিফুল হক ও আবদুল্লাহ আল মামুন। 


জবাবে ব্যাটিং করতে নেমে নাঈম ইসলামের সেঞ্চুরিতে ৩৬৩ রানের পুঁজি পায় রংপুর। এ ছাড়া নাসির হোসেন ৪৮, মামুন ৩৮ এবং ৩০ রান করেছেন আরিফুল। চট্টগ্রামের হয়ে মেহেদি তিনটি এবং দুটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন ও মহিউল ইসলাম পাটোয়ারি।


রংপুরের চেয়ে ২৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে পিনাক এবং সৈকত মিলে গড়েন ১৭৪ রানের জুটি। ডানহাতি ব্যাটার সৈকত ৭৮ রান করে ফিরলে ভাঙে তাদের এই জুটি। 


সৈকত ফেরার পর আউট হয়েছেন পিনাকও। তবে সাজঘরে ফেরার আগে ১০৩ রানের ইনিংস খেলেছেন। তাদের দুজনের বিদায়ের পর আর কোন ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি। তাতে ২৬৩ রানে অল আউট হয় ইরফান শুক্কুরের দল। রংপুরের হয়ে মুশফিক চারটি ও রবিউল তিনটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball