এসএ টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এসএ টোয়েন্টিতে রিটেইন করা যাবে ৬ ক্রিকেটার, নিলামে থাকছে আরটিএম
২৪ জুন ২৫
এসএ টোয়েন্টির উদ্বোধনী আসরের পর্দা উঠছে আগামী ১০ জানুয়ারি। প্রথম ম্যাচে এমআই ক্যাপটাউনের বিপক্ষে মাঠে নামবে পার্ল রয়্যালস। পুরো আসরজুড়ে ম্যাচ হবে ৩৩টি।
সব মিলিয়ে ছয়টি ভেন্যুতে হবে পুরো টুর্নামেন্ট। প্রতিটি দল পাঁচটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

এই টুর্নামেন্টের মাঝেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সাউথ আফ্রিকা। ফলে ২৫ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে।
ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার
১৪ জুলাই ২৫
Are you ready for the #SA20?
Let us know which grass bank you're finding yourself on this summer pic.twitter.com/icIpkF82UD
— SA20_League (@SA20_League) November 8, 2022
১০ জানুয়ারি থেকে শুরু হয়ে অবশ্য ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এসএ টোয়েন্টির লিগ কমিশনার গ্রায়েম স্মিথ টুর্নামেন্টটি নিয়ে বেশ আশাবাদী।
তিনি বলেন, ‘প্রথম আসরের সূচি প্রকাশ করা এসএ২০-তে আমাদের সবার জন্য একটা মাইলফলক। সবকিছু বাস্তব হতে যাচ্ছে, বিশ্বের সেরাদের মুখোমুখি লড়াই দেখতে তর সইছে না।’
এসএ টোয়েন্টির ছয় দল হলো, ডারবান’স সুপার জায়ান্টস, জোহানেসবার্গ সুপার কিংস, এমআই কেপটাউন, পার্ল রয়্যালস, প্রিটোরিয়া ক্যাপিটালস ও সানরাইজার্স ইস্টার্ন কেপ।