ফিরছেন ডমিঙ্গো, আলোচনার টেবিলে শ্রীরাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের আগে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে শ্রীরাম

২৪ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের দু’বার কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম

শ্রীধরন শ্রীরামের অধীনে নিজেদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে দুই জয়ে পরিসংখ্যানের বিচারে এবারের বিশ্বকাপেই সবচেয়ে সফল বাংলাদেশ। টাইগারদের সফলতা এনে দেয়ার পরও বিশ্বকাপ পরবর্তী সময়ে শ্রীরাম বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।


মূলত ভারতীয় এই কোচের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যদিও অধিনায়ক সাকিব আল হাসান প্রকাশ্যেই শ্রীরামকে রেখে দেয়ার পক্ষে মত দিয়েছেন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এই ব্যাপারে তার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।


promotional_ad

মূলত বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নতুন করে সাজাতেই রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দায়িত্ব তুলে দেয়া হয়েছিল শ্রীরামের কাঁধে। যদিও ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে নিজ দায়িত্ব বহাল তবিয়তে থাকছেন ডমিঙ্গোই। আসন্ন ভারত সিরিজে দিয়ে তিনি আবারও কাজ শুরু করবেন বলে জানালেন সুজন।


আরো পড়ুন

পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

২৯ মার্চ ২৫
বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাসেল ডমিঙ্গো

তিনি বলেন, 'বিশ্বকাপ পর্যন্ত ছিল (চুক্তি), বিশ্বকাপ শেষ। এটা নিয়ে এখন পর্যন্ত কথা হয়নি। সবাই এতো ব্যস্ত ছিলাম যে এটা নিয়ে কথা হয়নি। জানি না, তারপর ওরও (শ্রীধরন শ্রীরাম) ব্যাপার আছে, ও ফ্রি থাকবে কতটুকু, কতটা সময় দিতে পারবে আমাদের। আমরাও ওকে কতটুকু চাই বা কিভাবে চাই যেহেতু রাসেল (ডমিঙ্গো) আছে। ভারত সিরিজে রাসেলই কাজ করবে। এটা আলাপ-আল???চনার ব্যাপার। এখনই কিছু বলা যাবে না।'


বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচে ব্যর্থ হলেও বাংলাদেশ দলকে টি-টোয়েন্টির মানসিকতা এনে দেয়ার জন্য চেষ্টার কোনো কমতি রাখেননি শ্রীরাম। তার এই বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছে বিসিবি। এ কারণেই তার ওপর লম্বা সময়ের জন্য ভরসা রাখতে চাইবে বিসিবি।


একটু ধোঁয়াশা রেখেই সুজন বলেছেন, 'ম্যানেজমেন্টের ভাবনা সে (শ্রীধরন শ্রীরাম) ভালো কাজ করেছে। দারুণভাবে চেষ্টা করেছে যতটা ওর এফোর্ট করার ছিল। পরিশ্রমী মানুষ, আমি কাজ করেছি, ছেলেদের সঙ্গে মিলে দারুণ একটা পরিবেশ ছিল আমাদের এখানে। শুধু খেলোয়াড়রা না, দল হিসেবে আমাদের ম্যানেজমেন্টের সবার লক্ষ্য ছিল সেভাবেই আমরা চেষ্টা করেছি। শ্রীরাম অবশ্যই ভালো কাজ করেছে, এটা নিয়ে কোন সন্দেহ নেই। আমাকে এটা বলতেই হবে। বাকি কোচদেরও কথা বলতে হবে, সবার অনেক এফোর্ট ছিল। দেখা যাক কি হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball