শান্ত সেরাদের একজন হবে: সুজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
৬ জুলাই ২৫
জাতীয় দলে আসার পর থেকেই ট্রলের শিকার হচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেটা অবশ্য তার পারফরম্যান্সের কারণেই। ব্যাট হাতে একের পর এক ব্যর্থতা সঙ্গী ছিল এই ওপেনারের। কিছুতেই যেন সেই বৃত্ত থেকে বের হতে পারছিলেন না। তবে এবার বিশ্বকাপের বড় মঞ্চে এসে নিজেকে প্রমাণ করেছেন তিনি। দেশের হয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকে। খালেদ মাহমুদ সুজনের মতে, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের সেরাদের একজন হবেন শান্ত।
২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় শান্তর। সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ রান করেছিলেন তিনি। এরপরের তিন ম্যাচে দুই অঙ্কই ছুঁতে পারেননি। তবে নিজের পঞ্চম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৪০ রান। এমন ইনিংস বলছিল তিনি রানে ফিরবেন। কিন্তু এরপর আবারও তার ব্যাটে সেই অধারবাহিকতা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত ১২ ম্যাচ খেলে কোনো হাফ সেঞ্চুরি ছিল না শান্তর নামের পাশে। তার সর্বোচ্চ ইনিংস ছিল পাকিস্তানের বিপক্ষে করা সেই ৪০ রান। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে এসে যেন নিজেকে ভেঙ্গে নতুন করে গড়েছেন এই ওপেনার।
টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস
২২ মিনিট আগে
নিজের ১৫তম ম্যাচে এসে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৭১ রান। এরপর আসরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও হাফ সেঞ্চুরি করেছেন এই ওপেনার। সবমিলিয়ে এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ৩৬ গড়ে করেছেন ১৮০ রান।
সুজন বলেন, 'আমার কাছে অবাক লাগে যে, শান্তকে নিয়ে কেন এতো কথা হয়েছিল। আমি মনে করি, একটা ছেলের প্রতি এটা অবিচার। সে (দলে) সুযোগ পেয়েছে এটা তো তার দোষ না, দোষ যদি হয় তাহলে সেটা আমাদের (টিম ম্যানেজমেন্ট) হওয়া উচিত। তাকে নিয়ে এতো কথা বলার পরও সে যে পারফর্ম করেছে এটা অসাধারণ। আমি মনে করি, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত।'
যা কিছুই হোক, ভারতের বিপক্ষে আমাদের জেতা উচিত ছিলো কিন্তু আমরা পারিনি, এটা আমাদেরই ব্যর্থতা। পাকিস্তানের বিপক্ষেও যে অবস্থানে ছিলাম, সেখান থেকে আরও ভালো করতে পারতাম।