২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস
৪০ মিনিট আগে
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দল সংখ্যা। ২০ দলের এই বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ১২ দল। যেখানে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে। এই আসরের বাছাই প্রক্রিয়া আগেই চূড়ান্ত করেছিল আইসিসি।

সেই নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। সেই হিসেবে ১২ দলের মধ্যে আয়োজক হিসেবে আগেই জায়গা নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট এবং ওয়েস্ট ইন্ডিজ।
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
চলমান অস্ট্রেলিয়া বিশ্বকাপের শীর্ষ ৮ দলও সরাসরি খেলবে ২০২৪ আসরে। যেখানে প্রত্যেক গ্রুপের শীর্ষ চার দল করে মোট আট দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এই তালিকায় আছে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।
আর জায়গা নিশ্চিত করা ১০ দল ছাড়া ১৪ নভেম্বর ২০২২ সাল পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল সরাসরি জায়গা পাবে। সেই হিসেবে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। যেহেতু আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ ম্যাচ ছাড়া সম্ভাব্য দলগুলোর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই।
এই ১২ দলের সঙ্গে বাছাই পর্ব খেলে আসা আরও আট দল যোগ দেবে ২০২৪ বিশ্বকাপে। অংশ নেয়া বাকি আট দলকে জায়গা করে নিতে হবে আঞ্চলিক বাছাই পর্ব পার করে।
আফ্রিকা মহাদেশ, এশিয়া ও ইউরোপের বাছাইপর্ব থেকে দুটি করে দল জায়গা করে নেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।এছাড়া আমেরিকা ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে আসবে একটি করে দল।