জিম্বাবুয়েকে হারিয়ে ইংল্যান্ডের সামনে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ
৪ ঘন্টা আগে
আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। এবার জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে পা রাখলো রোহিত শর্মার দল। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
১৮৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় জিম্ববুয়ে। ভুবনেশ্বর কুমারের করা ইনিংসের প্রথম বল ওয়েসলি মাদেভারের ব্যাটের কানা ছুঁয়ে বিরাট কোহলির হাতে চলে যায়।

প্রথম বলে উইকেট হারিয়ে শুরু করা রোডেশিয়ানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। বরং তাদের টপ অর্ডার ভেঙ্গে গেছে তাসের ঘড়ের মতো। মাদেভারে গোল্ডেন ডাক মেরে ফেরার পর ডাক খেয়েছেন তিনে নামা রেজিস চাকাভাও।
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
২ রানে ২ উইকেট হারিয়ে দল যখন ধুকছিল তখন টেনে তুলার চেষ্টা করেন ক্রেগ আরভিন এবং শন উইলিয়ামস। তাদের ২৬ রানের জুটিতে কোনো রকমে নতুন বলের সুইং সামাল দেয় রোডেশিয়ানরা। উইলিয়ামসের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১১ রান। আর অধিনায়ক কাটা পড়েছে আনলাকি থার্টিনে।
এরপর সিকান্দার রাজা এবং রায়ান বার্লের ব্যাটে ভর করে একশো রান তুলে জিম্বাবুয়ে। বার্লের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ২২ বলে ৩৫ রান। আর ইনফর্ম রাজা সাজঘরে ফিরেছেন ৩৪ রান করে।
শেষ পর্যন্ত ১৭ ওভার ২ বলে ১১৫ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। তাতে ৭১ রানের বড় জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাদের হয়ে ২২ রানে ৩ উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলে ভারত। যেখানে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার লোকেশ রাহুল এবং মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব।