বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে: আকাশ চোপড়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জয়ের সুবাস পাচ্ছে রংপুর
৩ ঘন্টা আগে
ভারতের ম্যাচের বাজে আম্পায়ারিংয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক বিতর্কের জন্ম দিলেন আড্রিয়ান হোল্ডস্টক। বল ব্যাটে লাগার পরও সাকিব আল হাসানকে আউট দিয়ে বসেন টিভি আম্পায়ার। এমন কাণ্ডের পর আকাশ চোপড়া দাবি করেছেন, বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছেন।
সৌম্য সরকার ফেরার পরের বলেই আউট হয়েছেন সাকিব। শাদাব খানের ফুল লেংথ ডেলিভারিতে সামনে এগিয়ে এসে লেগ সাইডে খেলার চেষ্টা করেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বল এসে বুটে আঘাত করলে আবেদন করেন পাকিস্তানের ক্রিকেটাররা।

খানিকটা সময় নিলেও পরবর্তীতে সাকিবকে এলবিডব্লিউ আউট দেন অন ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন সাকিব। রিপ্লেতে দেখা যায় বল ও ব্যাটের মাঝে খানিকটা স্পর্শ হয়েছে। সেই সময় ব্যাটও গ্রাউন্ডের খুব কাছে ছিল।
‘যা চেয়েছো নির্বাচকরা সবই দিয়েছে, এবার রেজাল্ট এনে দাও’
২৮ জুন ২৫
টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরের দাবি, ব্যাট মাটিতে লাগার কারণে সেই স্পাইকটি দেখা গেছে। ব্যাট মাটিতে লেগে বিবেচনায় নিয়ে সাকিবকে আউট দেননি তৃতীয় আম্পায়ার। তবে আরও খানিকটা জোর দিয়ে দেখলে দেখা যায় ব্যাট মাটিতে লাগার আগে বল ব্যাটে স্পর্শ করেছে।
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে শূন্য রানে ফিরে যেতে হয় সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক এমন আউট নিয়ে আকাশ চোপড়া বলেন, ‘সাকিবের ব্যাট কোনভাবেই গ্রাউন্ড স্পর্শ করেনি। ব্যাটের ছায়ার দিকে লক্ষ্য করুন। সেখানে স্পাইক ছিল। বল ব্যাটে স্পর্শ করা ছাড়া এখানে আর কিছুই হতে পারতো না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে।’
Shakib’s bat didn’t touch the ground at all. Just focus on bat’s shadow. There was a spike. It couldn’t have been anything else except the ball hitting the bat. Bangladesh at the receiving end of a poor umpiring decision. #PakvBan #T20WorldCup
— Aakash Chopra (@cricketaakash) November 6, 2022