বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে: আকাশ চোপড়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জয়ের সুবাস পাচ্ছে রংপুর

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

ভারতের ম্যাচের বাজে আম্পায়ারিংয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক বিতর্কের জন্ম দিলেন আড্রিয়ান হোল্ডস্টক। বল ব্যাটে লাগার পরও সাকিব আল হাসানকে আউট দিয়ে বসেন টিভি আম্পায়ার। এমন কাণ্ডের পর আকাশ চোপড়া দাবি করেছেন, বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছেন।


সৌম্য সরকার ফেরার পরের বলেই আউট হয়েছেন সাকিব। শাদাব খানের ফুল লেংথ ডেলিভারিতে সামনে এগিয়ে এসে লেগ সাইডে খেলার চেষ্টা করেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বল এসে বুটে আঘাত করলে আবেদন করেন পাকিস্তানের ক্রিকেটাররা। 


promotional_ad

খানিকটা সময় নিলেও পরবর্তীতে সাকিবকে এলবিডব্লিউ আউট দেন অন ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন সাকিব। রিপ্লেতে দেখা যায় বল ও ব্যাটের মাঝে খানিকটা স্পর্শ হয়েছে। সেই সময় ব্যাটও গ্রাউন্ডের খুব কাছে ছিল।


আরো পড়ুন

‘যা চেয়েছো নির্বাচকরা সবই দিয়েছে, এবার রেজাল্ট এনে দাও’

২৮ জুন ২৫
ফাইল ছবি

টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরের দাবি, ব্যাট মাটিতে লাগার কারণে সেই স্পাইকটি দেখা গেছে। ব্যাট মাটিতে লেগে বিবেচনায় নিয়ে সাকিবকে আউট দেননি তৃতীয় আম্পায়ার। তবে আরও খানিকটা জোর দিয়ে দেখলে দেখা যায় ব্যাট মাটিতে লাগার আগে বল ব্যাটে স্পর্শ করেছে।


আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে শূন্য রানে ফিরে যেতে হয় সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক এমন আউট নিয়ে আকাশ চোপড়া বলেন, ‘সাকিবের ব্যাট কোনভাবেই গ্রাউন্ড স্পর্শ করেনি। ব্যাটের ছায়ার দিকে লক্ষ্য করুন। সেখানে স্পাইক ছিল। বল ব্যাটে স্পর্শ করা ছাড়া এখানে আর কিছুই হতে পারতো না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball