আফগানিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মৃতির সেঞ্চুরিতে লঙ্কানদের উড়িয়ে ভারতের ত্রিদেশীয় সিরিজ জয়
১১ মে ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায় নিশ্চিত করল শ্রীলঙ্কা। ব্রিসবেনে রশিদ খানদের ছয় উইকেটে হারিয়েছে দাসুন শানাকার শ্রীলঙ্কা। এই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর তিনে উঠে গেলো শ্রীলঙ্কা।
অপরদিকে চার ম্যাচে মাত্র একটি জয় ও দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শেষে অবস্থান করছে আফগানিস্তান। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ জিতলেও পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে ওঠা হবে না তাদের।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৪ রান তোলে আফগানিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে। এছাড়া ২৭ রান আসে উসমান ঘনির ব্যাটে।

শ্রীলঙ্কার হয়ে মাত্র ১৩ রান খরচায় তিন উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুটি উইকেট নেন লাহিরু কুমারা। একটি করে উইকেট নেন কাসুন রাজিথা এবং ধনঞ্জয়া ডি সিলভা।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করে শ্রীলঙ্কা। যদিও দ্বিতীয় ওভারেই ওপেনার পাথুম নিশাঙ্কার (১০) উইকেট হারায় তারা। আট ওভারের সময় ফিরে যান কুশল মেন্ডিসও। তার ব্যাটে আসে ২৭ বলে ২৫ রান।
এরপর শ্রীলঙ্কাকে আর দুশ্চিন্তায় পড়তে দেননি ধনঞ্জয়া। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। তার ব্যাটে আসে ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো ৪২ বলে ৬৬ রানের অনবদ্য এক ইনিংস।
এ ছাড়া চারিথ আসালঙ্কা ১৮ বলে ১৯ ও ভানুকা রাজাপাকশে ১৪ বলে ১৮ রান করেন। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মুজিব উর রহমান ও রশিদ খান।