বিশ্বকাপ থেকে বাদ পড়ার দোষ ক্রিকেটারদের নয়: পোলার্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রাসেল

২০ ঘন্টা আগে
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার দোষ ক্রিকেটারদের দিতে চান না কাইরন পোলার্ড। ক্যারিবিয়ানদের সাবেক অধিনায়ক দায় দিতে চান দলের নির্বাচকদের। যদিও ওয়েস্ট ইন্ডিজের এভাবে বাদ পড়াটা রোমাঞ্চিত করছে দলটির সাবেক এই অলরাউন্ডারকে।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয় তারা। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে স্বপ্ন ধূলিসাৎ হয় তাদের।


promotional_ad

দলের এভাবে বাদ পড়ার দায় মূলত নির্বাচকদের দিকেই দিচ্ছেন গত এপ্রিলে জাতীয় দল থেকে অবসর নেয়া পোলার্ড। তার দাবি, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল নির্বাচনের সময় নির্বাচকদের সতর্ক করেছিলেন তিনি।


সরাসরি নির্বাচকদের নাম না নিলেও পোলার্ড বলেন, 'এটা কিছুটা আশ্চর্যজনক। সত্যি বলতে অন্য দলগুলোর সঙ্গে আমরা সেভাবে খেলতে পারিনি। তবে আমাদের ক্রিকেটের বর্তমান যে অবস্থা আমি এটা অনুভব করতে পারি। আমি ছেলেদের অবস্থা বুঝতে পারছি, তাদের সময় বেশ খারাপ যাচ্ছে। এটা তো আসলে তাদের দোষ না।'


'আমাদের তরুণ একজন অধিনায়ক আছে। আমাদের খেলোয়াড়রাও নতুন যারা টি-টোয়েন্টিতে কেবল কয়েকটি ভালো ইনিংস খেলেছে। এরাই কিন্তু বিশ্বকাপে চলে এসেছে। আমি যখন এটা দেখি, তখন আমি মনে মনে হাসি। কেননা গত বছর এই সময়টায় অনেক কথা হচ্ছিল, যখন কেউ কেউ দলে সুযোগ পায়নি।'


এবারের বিশ্বকাপ দলে ছিলে?? না আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের মতো অভিজ্ঞ ক্রিকেটার। এ ছাড়া শিমরন হেটমায়ার ফ্লাইট মিস করার কারণে বাদ পড়েন। পোলার্ডের মতে, অভিজ্ঞদের ছাটাই করেই এই দুঃসময় ডেকে এনেছে ওয়েস্ট ইন্ডিজ।


পোলার্ড আরও বলেন, 'অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আমরা এটাকে খুব সহজভাবে নিয়ে ফেলেছি। এমনকি একটা ধারণাও প্রচলিত আছে যে, কারও বয়স যদি বেশি হয় তাহলে তাকে খেলা থেকে অবসর নিয়ে নিতে হবে!'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball