অস্ট্রেলিয়ার ‘বিদায় ঘণ্টা’ বাজাতে চায় শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। টিম সাউদিদের সামনে সেদিন দাঁড়াতেই পারেননি ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চরা। কিউইদের বিপক্ষে সেই হারে শঙ্কা তৈরি হয়েছে অজিদের সেমিফাইনাল খেলা নিয়ে। শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই স্বাগতিদের। 


এদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। কদিন আগে এশিয়া কাপ জেতা লঙ্কানদের এবারের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়া। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার শেষ চারের আশা শেষ করে দিতে চায় লঙ্কানরা, এমনটাই জানিয়েছেন মাহিশ থিকশানা।


promotional_ad

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে থিকশানা বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচের পর আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস পেয়েছি। আমাদের আত্মবিশ্বাস এখন অস্ট্রেলিয়া দলের চেয়ে ভালো। আশা করি, আগামীকালের ম্যাচে আমরা সেটি বয়ে নিতে পারব।’


আরো পড়ুন

‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’

৪ ঘন্টা আগে
টি-টোয়েন্টিতে সিরিজসেরা লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

‘অবশ্যই চাই (অস্ট্রেলিয়ার সেমির আশা শেষ করে দিতে)। ম্যাচ জিততে সবসময়ই ভালো লাগে। আমাদের সবসময়ের চাওয়া, শেষ চারটি দলের একটি হওয়া। তাই আমরা সেমি-ফাইনালে উঠতে চাই। তাদেরকে হারাতেই হবে আমাদের।’


অজিদের বিপক্ষে শ্রীলঙ্কার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন দলটির পেসাররা। যেখানে মিচেল স্টার্কের সঙ্গে রয়েছেন জস হেইজেলউড, প্যাট কামিন্স এবং মার্কাস স্টইনিস। তবে নিজেদের ব্যাটিং লাইনআপের উপর আস্থা রাখছেন থিকশানা। সেই সঙ্গে অজিদের বিপক্ষে ১৬০ থেকে ১৭০ রান করতে চায় শ্রীলঙ্কা।


থিকশানা বলেন, ‘তাদের খুব ভালো ফাস্ট বোলার ও স্পিনার আছে। তাই আমি মনে করি তারা ঘুরে দাঁড়াতে চাইবে। তারা সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের ঘুরে দাঁড়াতে হবে। জানি তাদের খুব ভালো ফাস্ট বোলিং আক্রমণ আছে। আমাদেরও খুব ভালো একটি ব্যাটিং লাইনআপ আছে। আমি মনে করি, আমরা ১৬০ থেকে ১৭০ রানের বেশি করতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball