আমাকে নিয়ে আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না: শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
৬ জুলাই ২৫
প্রতিভা থাকলেও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ এশিয়া কাপের দলে না থাকলেও অনুশীলনে দেখে শান্তকে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দলে ডাকেন শ্রীধরন শ্রীরাম। যা নিয়ে তখন ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা হয়েছে। সুযোগ পেয়ে ত্রিদেশীয় সিরিজে বলার মতো কিছু করতে পারেননি শান্ত।
কিউইদের বিপক্ষে ৩৩ রানের ইনিংস খেললেও সেটা টি-টোয়েন্টির জন্য যথেষ্ঠ ছিল না। শান্তকে নিয়ে সমালোচনা আরও প্রবল হয়। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ ভালো শুরুই করেছিলেন শান্ত। ১৫ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয় পাওয়ার পর শান্ত জানালেন, তাকে নিয়ে আলোচনাটা গুরুত্বপূর্ণ নয়।

এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয় যে আমাকে নিয়ে আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা ম্যাচ জিতেছি আজ এটা গুরুত্বপূর্ণ। খুব ভালো একটা শুরু হয়েছে, আশা করবো সামনের ম্যাচগুলোতে আমরা এভাবে চেষ্টা করবো ভালো খেলার।’
পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান
২ ঘন্টা আগে
মাঠের বাইরে সমালোচনা হলেও টিম ম্যানেজমেন্ট থেকে দারুণভাবে সমর্থন পেয়েছেন বলে জানান শান্ত। যে ১৫ জন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে গিয়েছে তাদের নিয়ে ভালো করা সম্ভব মনে করেন টপ অর্ডার এই ব্যাটার। সেই বিশ্বাসটা নিয়েই তারা মাঠে নেমেছিলেন তারা।
শান্ত বলেন, ‘টিম ম্যানেজমেন্ট থেকে সবাই ইতিবাচক ছিল এবং আমরা সবাই একসঙ্গে ছিলাম এবং অধিনায়কও ইতিবাচক ছিল। উনি ওই বিশ্বাসটা আমাদের দিয়েছেন এবং সবার ওই বিশ্বাসটা ছিল, টিম ম্যানেজমেন্ট থেকেও ছিল যে দলটা এখানে এসেছি এই দলটা নিয়ে ভালো করা সম্ভব। সেই বিশ্বাসটা নিয়েই আমরা মাঠে এসেছি।’
শেষে তিনি আরও বলেন, ‘অবশ্যই, প্রথম থেকে টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক সবাই অনেক সাপোর্টিভ এবং সবাই একসঙ্গে আছে, একজন আরেকজনকে সহযোগিতা করছে, একজন আরেকজনের সাফল্যটাও উপভোগ করছে, কেউ খারাপ করলে পাশেও আছে। সবমিলিয়ে দলের পরিবেশ খুবই ভালো।’