সাকিবকে কোহলির মতো খেলার পরামর্শ শেবাগের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব
৬ ঘন্টা আগে
৩১ রানে ৪ উইকেট হারানোর পর নিশ্চিতভাবেই ভারতের জয়ের আশা দেখেননি কেউ। তবে পুরোটা সময় উইকেটে থেকে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ভারতকে একাই জিতিয়েছেন বিরাট কোহলি। এদিকে লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে হতাশায় ডুবে আছে বাংলাদেশ। কোনভাবেই হারের বৃত্ত থেকে বের হতে পারছেন না লিটন দাস-নুরুল হাসান সোহানরা।
হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশকে টেনে তুলতে সাকিব আল হাসানকে সামনে থেকে নেতৃত্ব দিতে বলছেন বীরেন্দ্রর শেবাগ। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে কোহলি যেভাবে ব্যাটিং করেছেন বাংলাদেশের হয়ে সাকিবকে সেটি করার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার।

ক্রিকবাজে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে প্রিভিউ করতে শেবাগ বলেন, ‘সাকিবকে বুঝতে হবে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে এবং বিরাট কোহলি যেভাবে খেলেছে এভাবে খেলতে হবে। যাতে বাংলাদেশ সম্মানজনক পুঁজি পায়।’
অস্ট্রেলিয়ার উইকেট মানেই হালকা ঘাস, বাড়তি গতি এবং বাউন্স। যেখানে বরাবরই এশিয়ার ব্যাটারদের মুখ থুবড়ে পড়তে হয়। লম্বা সময় ধরেই ১৩০ থেকে ১৪০ রানের মাঝে আটকে আছে বাংলাদেশ। তবে অজিদের মাটিতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ দিতে অন্তত ১৪০ থেকে ১৬০ রান করতে হবে বলে মনে করেন শেবাগ। সেই পুঁজি পেতে ভারতের মতো এসেই মারতে হবে না বলেও জানান তিনি।
শেবাগ বলেন, ‘তাদের যে অধিনায়ক আছে সাকিব আল হাসান তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। সে এখন দলের সবচেয়ে সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটার। উপরে ব্যাটিং করে তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এমন না যে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৬০ রান নিতে হবে।’
‘দেখুন, ১৬০ রানের ম্যাচ (ভারত-পাকিস্তান) কত সুন্দর হলো কিন্তু বাংলাদেশকে ১৪০ থেকে ১৬০ রান তো করতে হবে। এমন তো না যে উইকেটে এসেই ভারতের মতো মারতে শুরু করতে হবে। ১৩০ এর যে উইকেট সেখানে বাউন্স মেলে, সুইংও হয়। সেখানে মারা সহজ হবে না।’