বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ কুম্বলে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান

২ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব পেরিয়ে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের বিপক্ষেই মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার অনীল কুম্বলে।


চলতি বছর ঘরের মাঠে ১৫টি টি-টোয়েন্টি খেলে ৭টিতেই হেরেছে বাংলাদেশ। জয় পেয়েছে ৮টিতে। বিদেশের মাটিতে পারফরম্যান্স আরও তলানিতে। ২৮ ম্যাচে ২০ হারের বিপরীতে জয় মাত্র ৭ ম্যাচে। এমন পারফরম্যান্স থেকে ঘুরে দাঁড়াতে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত বলে মনে করেন কুম্বলে।


promotional_ad

ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউয়ে তিনি বলেছেন, 'বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো খেলছে না। এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তারা ভালো খেলতে পারেনি। আমাদের প্রত্যাশা বাংলাদেশ ভালো করুক। এটা তাদের জন্য ভালো একটি সুযোগ।'


নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ভারতের এই স্পিন কিংবদন্তি। ডাচরা নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পায়না। তাই অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের জয় পাওয়া উচিত বলে মনে করেন তিনি।


বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে কুম্বলে বলেন, 'নেদারল্যান্ডস বড় দলগুলোর বিপক্ষে খেলে না। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা রয়েছে তাদের গ্রুপে। এটা তাদের ভালোভাবে বিশ্বকাপ শুরু করার সুযোগ। নেদারল্যান্ডকে হারানোরও সুযোগ। বাংলাদেশ নিজেদেরকেই হতাশ করেছে। আশা করি তারা ঘুরে দাঁড়াবে।'


সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। এই ম্যাচের আগে আওবহাওয়া অবশ্য স্বস্তি দিচ্ছে না টাইগারদের। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball